
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], লাহোর, পাকিস্তান, ০৮/০৫/২০২৫ : জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর বিমানবন্দর চত্বর। পাশাপাশি পাকিস্তানের একাধিক শহরে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবী করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
আজ লাহোর বিমানবন্দরে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে লাহোরের আশেপাশের জায়গাগুলি থেকেও। যদিও এই বিস্ফোরণের ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি পাকিস্তান থেকে। বিস্ফোরণের পর বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। এই ঘটনার পর লাহোর সহ অন্যান্য বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানে।
এদিকে পাকিস্তানের ১২টি জায়গায় বোমা বিস্ফোরণের খাবারকে মান্যতা দিয়েছে পাক সেনাবাহিনী। বলা হয়েছে ড্রোনের মাধ্যমে বোমা পাঠ্যান হয়েছিল। প্রত্যেক জায়গাতেই বোমা বিস্ফোরণ হয়েছে। তবে পাক সেনারা ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে বলে দাবী করা হয়েছে। ওই জায়গাগুলি হল লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, চাকওয়াল , এটটক , বাহাওয়ালপুর , মিয়াওয়ালী, ছোড় এবং করাচি। সেনাবাহিনী ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করেছে এবং সেগুলি থেকে ৯টি বিস্ফোরক উদ্ধার করেছে বলে দাবী জানিয়েছে। এই বিস্ফোরণের দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করে নি, যদিও পাকিস্তান সরকারের একাংশ এই ঘটনার দায় ভারতের ওপর ঠেলার চেষ্টা করে চলেছে।