
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ০৮/০৫/২০২৫ : এবার পাকিস্তান প্রত্যাঘাত করতে চেয়েছিল ভারতকে কিন্তু সবই বিফলে গেল। পাকিস্তান বুঝে গেল বিশ্বের চার নম্বর শক্তিধর দেশের সাথে এভাবে এঁটে ওঠা যাবে না।
ভারতের তিন রাজ্যের ১৫টি শহরকে টার্গেট করে উড়িয়ে দিতে চেয়েছিল পাকিস্তান। সেই অনুযায়ী ১৫টি শহরের জন্যে ১৫টি ড্রোন পাঠিয়েছিল তারা। এই ড্রোনগুলি নির্ভুলভাবে এগিয়ে যাচ্ছিল লক্ষ্যের দিকে। যদি আঘাত হানতে পারত তাহলে ওই ১৫ শহরের অসংখ্য সাধারণ মানুষের মৃত্যু হতে পারত। যে তিনটি রাজ্যকে পাকিস্তান টার্গেট করেছিল, সেই তিনটি রাজ্য হল জম্মু ও কাশ্মীর, পঞ্জাব এবং গুজরাট। প্রত্যেক রাজ্যের মধ্যে শহরকে টার্গেট করেছিল পাকিস্তান। এর মধ্যে জম্মু ও কাশ্মীরের অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, অধমপুর, ভাটিন্ডা, চন্ডিগড়, নল, ফালদি, উত্তরলাই এবং ভুজ রয়েছে।
পাকিস্তানের এই নোংরা প্রচেষ্টা অবশ্য অনায়াসে বিফল করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের কাছে এমন একটি অস্ত্র আছে যার নাম ‘এস-৪০০’, এই অস্ত্রটি বসানো থাকে বিভিন্ন জায়গায়। এই অস্ত্র থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে দিয়ে কোনো অজানা বস্তু উড়ে গেলে তাকে এই অস্ত্রটি উড়িয়ে দেবে। রাশিয়া থেকে এই অস্ত্রটি পেয়েছিল ভারত। সেই অস্ত্র দিয়েই কুপোকাত হয়েছে পাকিস্তান। সেই অস্ত্রই বসানো ছিল বিভিন্ন জায়গায়। পাকিস্তানী ড্রোনগুলি এর আওতায় আসতেই নিমেষে ধ্বংস হয়ে গিয়েছে। নির্লজ্জ্ব পাকিস্তান এই আক্রমণগুলি ছাড়াও আরও কিছু ছোটখাটো আক্রমন করার চেষ্টা করেছে বটে, তবে প্রত্যেকবারই বিফল হয়েছে এবং হেরে গিয়েছে সজাগ ভারতীয় সেনাবাহিনীর কাছে।
ওদিকে বালুচ বিদ্রোহীরা তাদের আক্রমণকে আরও ক্ষুরধার করছে। আফগানরাও চেপে ধরতে চাইছে পাকিস্তানকে। গিলগিট থেকেও বিদ্রোহের খবর এসে পৌঁছেছে। ভারত যখন তখন আক্রমণ চালাতে পারে। সব মিলিয়ে ঘরে বাইরে রীতিমত সাঁড়াশি চাপে পাকিস্তান।