
আজ খবর (বাংলা), [দেশ] কিস্তোয়ার, জম্মু ও কাশ্মীর, ২৩/০৫/২০২৫ : জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার ছোত্রু এলাকায় গত দুদিন ধরে নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গীদের টানা গুলির লড়াই চলছে। এনকাউন্টারে ঐ জায়গাটি রীতিমত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে উঠেছে।
ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস বাহিনী জানিয়েছে, “কিস্তোয়ারের সিংপোড়া এলাকায় জঙ্গীদের খোঁজে তল্লাশি চালানোর সময় গুলির লড়াই বেঁধে যায়. জঙ্গীরা লাগাতার গুলি চালাতে শুরু করে. জঙ্গীদের গুলিতে এক সেনা জওয়ান আহত হন. তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হলেও বাঁচানো যায় নি. গুলির লড়াইয়ে এক জওয়ান শহীদ হয়েছেন।”
বর্তমানে কাশ্মীর উপত্যকা জুড়ে প্রায় প্রত্যেকটি কোণায় তল্লাশি করে দেখছে পুলিশ। কোথাও কোনো সন্দেহের অবকাশ থাকলেই অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের রাস্তাঘাটে নাকা বন্দী করে গাড়িগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। প্রতিদিনই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অসংখ্য মানুষকে। আর কিছুদিন বাদেই ৩রা জুলাই থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। তবু পহেলগাঁও এখনো ভুলতে পারে নি বাইশরণ ভ্যালির সেই দিনটা, ২২শে এপ্রিল, যে দিন ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে মেরেছিল জঙ্গীরা। পহেলগাঁওয়ের রাস্তাঘাট এখনও শুনশান।
জম্মু ও কাশ্মীরের যে বাড়িগুলি সন্দেহের তালিকায় আছে, সেইসব বাড়িগুলিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে স্টেট্ ইনভেস্টিগেশন এজেন্সি। (SIA). বর্তমানে পুঞ্চ এলাকায় কয়েকটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিয়ার একটি দল. গত ১৭ তারিখ থেকে সিয়ার একটি দল উত্তর ও মধ্য কাশ্মীরের বিশেষ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে। এই তল্লাশিতে উঠে আসছে বেশ কিছু তথ্য এবং কাশ্মীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্লিপিং সেলের অস্তিত্ব।