আচমকা শিলিগুড়ির ব্যাঙ্কে  আগুন 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২৩/০৫/২০২৫ : আচমকা অগ্নিকাণ্ড শিলিগুড়ির সেবক রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ। সাড়ে দশটা নাগাদ এই অগ্নিকাণ্ড হয়। 

আগুন এবং ধোঁয়ার কারণে ব্যাংক ফেলে বেরিয়ে পড়েন প্রত্যেক কর্মীরা। খবর দেওয়া হয় পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশকে এবং দমকল বিভাগকে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। আগুন ব্যাংকের ভেতরে বড় ক্ষতি করেছে। ব্যাংকের প্রচুর নথি পুড়ে গেছে। ইলেকট্রনিক্স জিনিসপত্র কম্পিউটার ও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বিভাগের জলে কার্যত জল জমে গেছে ব্যাংকের ভেতরে। এখনো আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে তিনটি ইঞ্জিন এবং পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পারছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তারপর খতিয়ে দেখা হবে কি ক্ষতি হলো।

তবে ব্যাংক খোলার পরেই এই অগ্নিকাণ্ড হওয়ায় বড়সড় ক্ষতির হাত থেকে বাঁচলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেবক রোড। কারণ গভীর রাতে এই অগ্নিকাণ্ড হলে কার্যত সবকিছু শেষ হয়ে যেত বলেই মনে করছেন কর্মীরা।


Loading

Leave a Comment