কান উৎসবের কেন্দ্রবিন্দুতে ঐশ্বর্যা রাই  বচ্চন 

আজ খবর (বাংলা), [বিনোদন], কান, ফ্রান্স, ২৩/০৫/২০২৫ :  অসাধারণ দুটি লুকে ৭৮তম  কান উৎসবে দেখতে পাওয়া গেল প্রাক্তন বিশ্বসুন্দরী  ঐশ্বর্যা রাই  বচ্চনকে।

কান উৎসবে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্যা  রাই বচ্চন। সেই সময় লাউডস্পিকারে শ্রীমদ্ভাগবত গীতার শ্লোক চলছিল, এই সময় ঐশ্বর্যাকে দুর্দান্ত একটি বেনারসি শাড়িতে দেখা গিয়েছে। তাঁর সাজ পোশাকে ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। তাঁর মাথায় ছিল সিঁদুর। বেনারসি শাড়িতে প্রাক্তন বিশ্বসুন্দরীকে একেবারে আটপৌরে ভারতীয় নারীর মতই  লাগছিল। 

এরপর কান উৎসবে ঐতিহ্যময় লাল কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসতে  দেখা যায় ঐশ্বর্যাকে।  এই সময় তাঁর পোশাক এবং সাজ বদলে গেল।  তিনি একটি চাপা গাউন কোট  পড়েছিলেন।  বডি  ফিট গাউনের হাতে সিলভার, গোল্ড, চারকোল ও কালো রঙের এমব্রয়ডারি করা ছিল। এই পোশাকটি বানিয়েছেন গৌরব গুপ্তা। রেড কার্পেটে ঐশ্বর্যর সাথে ছিল মেয়ে আরাধ্য বচ্চন। কিছুক্ষন পর দুজনে একসঙ্গে হল ছেড়ে বেরিয়ে যান। কান উৎসবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী ঐশ্বর্যা রাই  বচ্চন। তিনি তাঁর ছবিগুলি ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন।


Loading

Leave a Comment