
আজ খবর (বাংলা), [রাজ্য], খড়দহ, উত্তর ২৪ পরগণা , ০৩/০৬/২০২৫ : উত্তর ২৪ পরগণার খড়দহ ও কামারহাটি থানার যৌথ উদ্যোগে গোপন অভিযান চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ। অভিযুক্ত দুস্কৃতি নেপালি পলাতক, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়।
আজ সকালে খড়দহ থানা ও কামারহাটি থানা যৌথভাবে অভিযান চালালো পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতি নয়িম আলি ওরফে নেপালির বাড়িতে দুই থানার আধিকারিকরা গোপনে অভিযান চালায়। অভিযান চালাতেই ঐ দুষ্কৃতী নেপালীর বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে কার্তুজ ও গুলি।
অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ বলে স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবী করেছেন। তল্লাশি অভিযানের অনেক আগে থেকেই পলাতক দুষ্কৃতী নেপালি ও তার দলবল। প্রশ্ন উঠেছে নেপালির বাড়িতে কোথা থেকে এল এত অস্ত্রশস্ত্র ও গুলি ? এই নিয়ে যথেষ্ট চিন্তায় তদন্তকারী আধিকারিকেরা। আতঙ্কিত এলাকাবাসীও।