
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৩/০৬/২০২৫ : শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস পালিত হলো মহা ধুমধাম করে. এদিন বিভিন্ন মন্দিরগুলিতে ভক্তদের ভীড় ছিল দেখার মত.
মঙ্গলবার মহা ধুমধামের সঙ্গে পালিত হলো শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান দিবস। মঙ্গলবার শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় দিনটি ধর্মীয় শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়। শিলিগুড়ির ফুলেশ্বরী মোড় রেলগেট সংলগ্ন বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গণে, প্রতি বছরের মতো এবারও মন্দির কমিটির উদ্যোগে বিশেষ পূজা-অর্চনা, মহাযজ্ঞ ও অঞ্জলির আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় মন্দির চত্বরে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ ভোগ-প্রসাদের ব্যবস্থা করা হয়। পথচলতি মানুষদের মধ্যে বিনামূল্যে ঘোল ও শরবত বিতরণ করা হয়, যা প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের জন্য ‘বসে আঁকো’ প্রতিযোগিতা ও আগামীকাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আইপিএলের ফাইনাল ম্যাচ উপলক্ষে এলইডি স্ক্রিনে খেলা দেখারও ব্যবস্থা রাখা হয়েছে মন্দির প্রাঙ্গণেই। সবমিলিয়ে ধর্মীয় ভক্তি, সামাজিক সম্প্রীতি এবং উৎসবের আবহে উদযাপিত হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস।