
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৬/২০২৫ : মোদী-অমিত শাহের সফরে তিনি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত না থাকলেও তিনি যে আছেন বঙ্গ বিজেপি জুড়ে, তা ফের একবার প্রমান করে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বেশ কড়া ভাষায় সমালোচনা করেছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, এবার সেই দিগ্বিজয়ের ওপর রীতিমত তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছিলেন, “বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যথেষ্ট অভিজ্ঞ কূটনীতিক। তাঁর দক্ষতা সম্বন্ধে কোনো প্রশ্ন করা চলে না। তাঁর বাবাও ছিলেন একজন বিখ্যাত মানুষ। কিন্তু অপারেশন সিঁদুরের আগে তাঁর কথাবার্তা বা বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ডেরাগুলিতে আক্রমণ করবে। যার ফলে পাকিস্তান নিশ্চয়ই যথেষ্ট সময় পেয়েছিল ওই ডেরাগুলিকে খালি করে ফেলার ! ফাঁকা ডেরায় আক্রমণ করে লাভ কি হয়েছে ?”
দিগ্বিজয় সিং এর এই বক্তব্যের পরিপেক্ষিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “এর আগে কংগ্রেস জমানায় নরসিমা রাও কিংবা মনমোহন সিং কি করেছিলেন, যখন পাকিস্তান ভারতকে আক্রমণ করেছিল ?গোলাগুলি ছুঁড়েছিল ? সেই সময় এঁদের প্রতিক্রিয়া কি ছিল ? “
দিলীপ ঘোষ আরও বলেন, “দিগ্বিজয় সিংরা সন্ত্রাসবাদীদের সহানুভূতি দেখায়। কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন পুলিশ অফিসার মোহন শর্মার মৃত্যু হল, তখন কিন্তু তাঁর বাড়িতে যান নি দিগ্বিজয় সিং বা আর কেউ। তাঁর বাড়িতে গিয়ে কেউ সহানুভূতি দেখান নি।”