কেদারনাথের কাছে হেলিকপ্টার আছড়ে পড়ল খাদে, মৃত পাইলট সহ ৭

কেদারনাথ অঞ্চলে হেলিকপ্টার চেপে শর্টকার্টে উড়ে যাওয়ার চাহিদা দিন কে দিন বেড়ে চলেছে ব্যাপকভাবে। বেড়ে গিয়েছে হেলিকপ্টারের সংখ্যাও। বেড়েছে বিপদের আশঙ্কাও।

আজ খবর (বাংলা), [দেশ], কেদারনাথ, উত্তরাখন্ড, ১৫/০৬/২০২৫ : নিজস্ব প্রতিনিধি : ফের দুর্ঘটনা আকাশপথে। এবার একটি হেলিকপ্টার আছড়ে পড়ল পাহাড়ি খাদের মধ্যে। এই ঘটনায় পাইলট সহ মারা গিয়েছেন মোট ৭ জন। 

আজ একটি হেলিকপ্টার তীর্থযাত্রীদের নিয়ে কেদারনাথ ধাম থেকে গৌরীকুন্ড হয়ে গুপ্তকাশীর দিকে যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই হেলিকপ্টারটি রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের কাছে আসতেই নিচে আছড়ে পড়ে। নিচে আছড়ে পড়তেই কপ্টারটিতে আগুন লেগে যায়। এই ঘটনায় পাইলট সহ হেলিকপ্টারে সওয়ার সাত জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যাত্রীদের মধ্যে একজনের বয়স ছিল মাত্র দুই বছর। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু করে দেওয়া হয়।

কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো জানা যায় নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার জন্যে দৃশ্যমানতা কম থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।  এই ঘটনায় শোকপ্রকাশ করেন  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।  এই দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডে হেলিকপ্টার চলাচলের একটি গাইডলাইন  প্রকাশ করেছেন। হেলিকপ্টার দুর্ঘটনার জেরে আজ কেদারনাথ যাওয়ার অন্যান্য সব হেলিকপ্টার রাইড আজ বন্ধ রাখা হয়েছে। 

এদিকে আজ কেদারনাথ যাত্রা কিছুক্ষনের জন্যে ব্যাহত হয়েছে। শোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগের জঙ্গলচটি  অঞ্চলে পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে নামতে থাকে, কিছুটা জায়গা জুড়ে ছোট ছোট নুড়ি পড়তে শুরু করে। এর জেরে বেশ কিছুক্ষন কেদারনাথ যাত্রা বন্ধ রাখা হয়েছিল। এছাড়াও হাঁটাপথে গৌরীকুন্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে একটি জায়গায় প্রায় আড়াই কিলোমিটার জুড়ে রাস্তা এতটাই ভাঙা রয়েছে যে হেঁটে যাওয়া যথেষ্ট দুরূহ হয়ে উঠেছে। এই নিয়ে বেশ কিছু অভিযোগও  জমা পড়েছে বলে জানা গিয়েছে। 


Loading

Leave a Comment