তেহেরানে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ভারত 

এর আগে যেমন ইউক্রেনে থাকা ভারতেও পড়ুয়াদের যুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ধার করে আনা হয়েছিল, এবারেও তেহেরানে থাকা ভারতীয় পড়ুয়াদের জন্যে সেরকমই কিছু একটা করতে চায় ভারত।  সে দেশে থাকা ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিনরাত তাদেরকে মনিটর করা হচ্ছে। 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], তেহরান, ইরান, ১৬/০৬/২০২৫ :  যেভাবে ইরান ও ইজরায়েল যুদ্ধে লিপ্ত হয়ে রয়েছে তাতে ইরানে পড়াশুনা করতে যাওয়া ভারতীয় ছাত্র ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আর সেই বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত।

ইরানে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার দিকে কড়া  নজর রেখেছে তেহেরানে থাকা ভারতীয় দূতাবাস। যেভাবে রাতের আকাশ আলো করে মিসাইলের ঝাঁক নেমে আসছে একের পর এক, তাতে উদ্বিগ্ন না হয়ে উপায় নেই। ইরানে থাকা ভারতীয় পড়ুয়াদের সাথে  নিয়মিত যোগাযোগ রেখে চলছে ভারতীয় দূতাবাস। ইরানের মধ্যেই যাতে এই পড়ুয়াদের অপেক্ষাকৃত  নিরাপদ কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাই করছে সে দেশে থাকা ভারতীয় দূতাবাস। এছাড়াও অন্য কোনো উপায়ে এই পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় কিনা ভেবে দেখা হচ্ছে সেই সব উপায়গুলিও। 

রবিবার কংগ্রেস দাবী করেছে অন্তত ১৫০০ পড়ুয়া এই মুহূর্তে ইরানে পড়াশুনা করছে।  যুদ্ধের আবহে তাদের ভবিষ্যৎ যেমন অনিশ্চিত হয়ে গিয়েছে, তেমন তাদের নিরাপত্তাও বিঘ্নিত হয়েছে, অথচ কেন্দ্র সরকার ঐ  পড়ুয়াদের আবেদনে নিশ্চুপ হয়ে রয়েছে।  কেন্দ্র সরকারের বিদেশ মন্ত্রক অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছে, ইরানে থাকা ভারতীয় পড়ুয়াদের সাথে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। তাদের নিরাপত্তার জন্যে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তাদেরকে কোনোভাবে সেখান থেকে আপাতত সরিয়ে আনা যায় কিনা সেটাও দেখা হচ্ছে। 


Loading

Leave a Comment