ইলিশ ভর্তি ট্রলার ডুবলো মাঝ সমুদ্রে 

এরকমটা সচরাচর হয় না. কিন্তু এবার হল ইলিশ ভর্তি ট্রলার ডুবে গেল  মাঝ সমুদ্রে, ক্ষতি প্রচুর।

আজ খবর (বাংলা), [রাজ্য], রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, ০৫/০৭/২০২৫ : গভীর সমুদ্রে ডুবলো ইলিশ ভর্তি ভাই ভাই ট্রলার, উদ্ধার ১৩ মৎস্যজীবী।

রথের দিনে রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল “ভাই ভাই” নামক একটি ট্রলার। ট্রলারটিতে ছিলেন মোট ১৩ জন মৎস্যজীবী।  ৮ দিন ধরে মাছ ধরে ফেরার পথে, গভীর সমুদ্রে আচমকাই বিপর্যয় ঘটে। ট্রলারটির পাঠাতন (নোঙ্গরের দড়ির মতো অংশ) হঠাৎ ছিঁড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি জলমগ্ন হয়ে ডুবে যায়।

তবে সৌভাগ্যবশত পাশে থাকা আরেকটি ট্রলার, “আব্বা মায়ের দোয়া”, দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে সকল মৎস্যজীবীদের। ১৩ জনের সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। তবে “ভাই ভাই” ট্রলারটি সমুদ্রে সম্পূর্ণভাবে ডুবে যায় এবং এখনো উদ্ধার করা যায়নি।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও, মৎস্যজীবীদের দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এবং মৎস্যজীবী দপ্তর সূত্রে জানানো হয়েছে, ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Loading

Leave a Comment