লোকাল ট্রেনে যদি দুষ্কৃতীরাও কোনো অসভ্যতা করে, তা দেখার জন্যে আদৌ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে কি ?

আজ খবর (বাংলা), [রাজ্য], বারাকপুর, উত্তর ২৪ পেগনা, ০৫/০৭/২০২৫ : মহরমের আগেই লোকাল ট্রেনে চপারের কোপ যুবককে!
সন্ধে ৬টা নাগাদ কাঁচরাপাড়া স্টেশন থেকে রানাঘাট লোকালের প্রথম কামরায় ওঠেন কাঁচরাপাড়ার এক যুবক অরিজিৎ বিশ্বাস। তিনি দেখেন একদল যুবক হাতে অস্ত্র নিয়ে ট্রেনে ওঠে কাঁকিনাড়া স্টেশন থেকে। ট্রেনের মধ্যেই তারা অস্ত্র নিয়ে লম্ফঝম্প করতে থাকে। এক বয়স্ক দম্পতি এর প্রতিবাদ করেন। তারা লম্ফঝম্প বন্ধ না করে উল্টে ওই বয়স্ক ব্যক্তিকে বেধড়ক মারধর করতে থাকে। একসময় ওই বয়স্ক মহিলাকেও মারতে উদ্ধত হয়। অরিজিৎ ও অন্যান্য সহযাত্রীরা এসময় জোরালো প্রতিবাদে সামিল হন। ততক্ষণে ট্রেন বারাকপুরে পৌঁছে গেছে। নামার সময় কালো ফতুয়া ও লুঙ্গি পরা একজন চপার দিয়ে কোপ মারে অরিজিতের বাঁহাতে।
অরিজিৎ গন্তব্যে না গিয়ে বারাকপুরে নেমে রেল পুলিশকে অভিযোগ জানাতে যান। কিন্তু রেল পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে বলে অরিজিতের অভিযোগ। পরে দমদম রেল পুলিশের ওসি-র হস্তক্ষেপে এফআইআর নেওয়া হয়। যদিও রাত হয়ে যাওয়ার কারণে অরিজিৎকে এফআইআর-এর কপি দেওয়া হয়নি। ওখান থেকে অরিজিৎকে পাঠানো হয় হাসপাতালে। অরিজিতের হাতে চারটে সেলাই হয়েছে বলেও অরিজিৎ জানান।
প্রসঙ্গত, অরিজিৎ কোনও রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক নয়। সাধারণ নাগরিক। মহরমের তাজিয়ার আগে এধরনের ঘটনা ঘটায় স্বভাবতই চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।