বার্তা তুলে নিয়ে পাকিস্তানের পক্ষ ছেড়ে কলম্বিয়া এখন ভারতের পাশে 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], বোগোটা , কলম্বিয়া, ৩১/০৫/২০২৫ :  পাকিস্তানের পাশে আর দাঁড়াতে চাইল না কলাম্বিয়া। পাকিস্তানে ভারতের আক্রমণে যে প্রচুর মানুষ মারা গিয়েছে, সেই ধরনের বার্তা সরকারিভাবে তুলে নিল কলম্বিয়া সরকার। 

‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারতের দাগা  মিসাইলের আঘাতে মারা গিয়েছিল বেশ কিছু সন্ত্রাসবাদী। ভারত মেপে মেপে পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ডেরাগুলিকে ধ্বংস করে দিয়েছিল।  সেই ঘটনায় ভারতের আক্রমণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, এমন একটা বার্তা দিয়েছিল কলম্বিয়া সরকার। এই মুহূর্তে ভারতীয় প্রতিনিধি দল কলম্বিয়ায় সফর করছে। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে এই প্রতিনিধি দল কলম্বিয়া সরকারকে প্রকৃত ঘটনা সম্বন্ধে অবগত করার পর কলম্বিয়া তাদের পুরোন  বার্তাটি তুলে নিল এবং এই ইস্যুতে পাকিস্তানের পাশে থাকতে অস্বীকার করল। 

অপারেশন সিঁদুরের সময় ভারত সিভিলিয়ানদের এতটুকুও আক্রমন করে নি।  অথচ পাকিস্তানের সেনা তা করেছিল। ভারত বেছে বেছে শুধুমাত্র পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীদের ডেরাগুলিকেই গুঁড়িয়ে দিয়েছিল, যে ঘটনায় মারা গিয়েছিল প্রচুর সন্ত্রাসবাদী। পাকিস্তান এই ঘটনার প্রচার চালিয়ে বলেছিল ভারত প্রচুর মানুষ মেরেছে। কিন্তু প্রকৃত ঘটনা জানা ছিল না কলাম্বিয়া সরকারের। 

শশী থারুরের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল কলম্বিয়া সরকারকে বলে, “আমরা আমাদের কলম্বিয়ান বন্ধুদের এটা  বলতে চাই যে, সন্ত্রাসবাদী পাঠানো এবং সন্ত্রাসবাদীদের থেকে নিজেদের রক্ষা করা, দুটো এক ব্যাপার নয়।   কেউ মারতে পাঠাচ্ছে আর কেউ নিজেদেরকে রক্ষা করছে, এই দুটো এক বিষয় নয়। আমাদের নিজেদেরকে রক্ষা করার অধিকার নিশ্চয়ই আছে, আমরা ঠিক সেটাই করছি।  এই ব্যাপারে আপনাদের মধ্যে যদি বিন্দুমাত্র ভুল বোঝাবুঝি থেকে থাকে, তো সেই ভুল ভাঙিয়ে দেওয়ার জন্যে আমরা তো আছি।  এই ব্যাপারে দরকারে আপনাদের সাথে আরও আলোচনা করতে এবং প্রমান তুলে ধরতে আমরা প্রস্তুত আছি। “

এই বৈঠকের পর কার্যত চোখ খুলে গিয়েছে কলম্বিয়া সরকারের। পাকিস্তানে ভারতের আক্রমণে প্রচুর মানুষ মারা গিয়েছে, এই ধরনের স্টেটমেন্ট তুলে নেয় কলম্বিয়া সরকার। এই ইস্যুতে কার্যত ভারতের পাশে থাকার বার্তায় তারা দিয়ে দেয়।  ভারত যে সন্ত্রাসবাদ ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে তার প্রশংসা করে কলম্বিয়া সরকার। 


Loading

Leave a Comment