ইংল্যান্ডে সিরিজ খেলতে রওনা দিল ভারতীয় ক্রিকেট দল 

আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ০৬/০৬/২০২৫ :  ইংল্যান্ডের সাথে টেস্ট ক্রিকেট সিরিজ খেলতে ভারতীয় দল মুম্বই  বিমানবন্দর থেকে হিথরোর দিকে উড়ে গেল।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ৫ টেস্ট ম্যাচের এই টেস্ট সিরিজ ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে  জুন মাসে এবং শেষ হবে আগস্ট মাসে।  খেলা হবে লিড্স্-এর হেডিংলেতে, বার্মিংহামের এজবাস্টনে, লন্ডনের লর্ডস ও  ওভালে এবং শেষ ম্যাচটি হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ময়দানে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অব্যাহতি নেওয়ার পর এটাই ভারতের সামনে প্রথম টেস্ট সিরিজ হতে চলেছে। ভারতীয় দলের নতুন অধিনায়ক শুভমন গিল।

২০০৭ সাল থেকে ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে আর কোনো টেস্ট সিরিজ ভারত জেতে নি।এবার  শুভমন গিলের নেতৃত্বে ভারত সেই সুযোগ পেয়ে যাচ্ছে। টেস্ট সিরিজে ভাল খেলার মত বেশ কয়েকজন খেলোয়াড় ভারত ইতিমধ্যেই তৈরি করে নিতে পেরেছে। তাঁরা রয়েছেন নীল বাহিনীতে। প্রথম ম্যাচটি হবে ২০ থেকে ২৪শে  জুন, দ্বিতীয় ম্যাচটি হবে ২ থেকে ৬ই জুলাই, তৃতীয় ম্যাচটি হবে ১০ থেকে ১৪ই জুলাই, চতুর্থ ম্যাচটি হবে ২৩ থেকে ২৭শে  জুলাই এবং শেষ অর্থাৎ পঞ্চম ম্যাচটি হবে ৩১শে  জুলাই থেকে ৪ঠা  আগস্ট তারিখ পর্যন্ত। 


Loading

Leave a Comment