বিশ্বের সর্বোচ্য রেলসেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ খবর (বাংলা), [দেশ] জম্মু, জম্মু ও কাশ্মীর, ০৬/০৬/২০২৫ :  বিশ্বের সর্বোচ্য রেল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় চেনাব নদীর ওপর এই সেতুর উদ্বোধন করলেন মোদী। 

চেনাব নদীর ওপর অঞ্জি খাদ রেল সেতুর উদ্বোবধনের আগে নিজেই সেতু সংলগ্ন এলাকা ইন্সপেকশন করলেন প্রধানমন্ত্রী। তারপর সাক্ষাৎ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা , রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর সাথে। এই প্রকল্পে যাঁরা কাজ করেছেন মোদী সাক্ষাৎ করেন সেইসব কর্মীদের সাথেও। এরপর তিনি উদ্বোধন করেন বিশ্বের সর্বোচ্য রেল সেতুটির।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুটি বন্দে ভারত ট্রেনেরও  সূচনা করবেন। এই ট্রেনটি প্রতিদিন জম্মুর কাটরা থেকে  শ্রীনগরে যাবে আবার শ্রীনগর থেকে কাতরায় ফিরবে। ২৭২ কিলোমিটার লম্বা এই প্রকল্পটি নির্মাণ করতে খরচ লেগেছে ৪৩,৭৮০ কোটি টাকা।  ১১৯ কিলোমিটার লম্বা মোট ৩৬টি সুড়ঙ্গ পথ ও ৯৪৩টি সেতুর ওপর দিয়ে ছুটবে সেই বন্দে ভারত ট্রেন, অবশ্যই অসাধারন কিছু নৈসর্গিক শোভা দেখতে পাওয়া যাবে সেই রেলপথে। 

চেনাব রেল সেতুটি ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থান করছে। ১,৩১৫ মিটার লম্বা স্টিলের এই সেতুটি বিশ্বের সর্বোচ্য রেল সেতু হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই সেটাই ভারতের প্রথম কেবল স্টেয়িং প্রযুক্তির রেল সেতু। এই সেতুর ওপর দিয়েই ছুটবে বন্দে ভারত। এই সেতু ব্যবহার করে কাটরা থেকে শ্রীনগর পৌঁছাতে লাগবে মাত্র ২-৩ ঘন্টা। অনেকটা সময় বাঁচবে। সঙ্গে থাকবে আরামদায়ক ব্যবস্থাপনা। 


Loading

Leave a Comment