আলিপুর দুয়ারে প্যারেড গ্রাউন্ড নিয়ে তরজা

আজ খবর (বাংলা), [রাজনীতি], আলিপুর দুয়ার, পশ্চিমবঙ্গ, ০৯/০৬/২০২৫ : প্যারেড গ্রাউন্ড বাঁচাতে এবার বিভিন্ন স্বেষচ্ছাসেবী সংগঠন পরিবেশ আদালতের দ্বারস্থ হতে চলেছে। এই বক্তব্যটি রেখেছেন  আলিপুরদুয়ারের বিধায়ক তথা তৃণমূল নেতা সুমন কাঞ্জিলাল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির, জোর তোজা শুরু হয়েছে  প্যারেড গ্রাউন্ড নিয়ে।

উল্লেখ্য প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে এসে প্যারেড গ্রাউন্ড ময়দানে ২৯ শে মে জনসভা করেন। এরপর কেটে গেছে এক সপ্তাহের বেশি সময়, কিন্তু মাঠের বর্তমান পরিস্থিতি বেহাল। লাগাতার বৃষ্টির পর মাঠে বিভিন্ন জায়গায় জমেছে জল,  এখনো পরেই আছে পেভার ব্লকের রাস্তা, কংক্রিটের বিভিন্ন নির্মাণ। সবুজায়ন ধ্বংসের অভিযোগ তুলে ইতিমধ্যেই রাজনৈতিক দল সহ স্বেচ্ছাসেবী সংগঠন আন্দোলনে নেমেছে। 

সেই প্রসঙ্গেই আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বললেন,”প্যারেড গ্রাউন্ড আমাদের আবেগ, এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আগামী দিনেও যেন এই প্যারেড গ্রাউন্ড চির সবুজ থাকে, আগামী দিনে যাতে মাঠের কোনো ক্ষতি না হয় সেই সব বিবেচনা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ এবার পরিবেশ আদালতের দ্বারস্থ হতে পারেন।” 


Loading

Leave a Comment