
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৮/০৫/২০২৫ : চলতি মাসের ২৯ তারিখ এবং ৩০ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের চার রাজ্যে সফর করবেন এবং এই চার রাজ্যে মোট ৭০,০০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।
পিএমও সূত্রে জানা গিয়েছে আগামীকাল এবং পরশু মোদী মোট চার রাজ্যে সফর করবেন। সেই রাজ্যগুলি হল সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশ। এই চার রাজ্যে গিয়ে নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন।
২৯ তারিখে মোদী তাঁর সফর শুরু করবেন সিকিম দিয়ে। এখানে মোদী যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তার নাম “সিকিম@৫০”, আজ থেকে ৫০ বছর আগে সিকিম দেশের ২২ তম রাজ্য হিসেবে ভারতের সাথে যোগদান করেছিল। তারপর থেকে কিভাবে সিকিমে উন্নয়নের পথ বিকশিত হয়েছে তা তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর সামনে। সিকিমের নামচিতে একটি ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। সেই হাসপাতালের শিলান্যাস করবেন মোদী, এই প্রকল্পে তিনি দিচ্ছেন ৭৫০ কোটি টাকা। এছাড়াও পেলিং এর সাঙ্গাচোলিং মনাস্ট্রিতে রোপওয়ে, গিয়ালসিং জেলার উন্নয়ন এবং গ্যাংটক জেলায় অটল বিহারি বাজপেয়ী পার্ক নির্মাণের জন্যে অর্থ বরাদ্দ দেবেন তিনি।
আগামীকাল দুপুর সওয়া দুটো নাগাদ পাহাড় থেকে নেমে নরেন্দ্র মোদী পৌঁছাবেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। এখানে তিনি সিটি গ্যাস প্রকল্পের শিলান্যাস করবেন। এই প্রকল্পের আওতায় আসবেন ২.৫ লক্ষ পরিবার, এই প্রকল্পে প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ রেখেছেন ১০১০ কোটি টাকা। উত্তরবঙ্গে ১৯টি সিএনজি স্টেশন গড়ে তোলা হবে এবং ১০০টি বাণিজ্যিক সংযোগ দেওয়া হবে। ভারত ভুটান সীমান্তে জয়গাঁ অঞ্চলে একটি জনসভাও করতে পারেন তিনি।
বিকেল ৫:৪৫ নাগাদ বিহারে পৌঁছাবেন নরেন্দ্র মোদী। এখানে পাটনা বিমানবন্দরে তিনি নতুন প্যাসেঞ্জার টার্মিলানালের শিলান্যাস করবেন। এতে খরচ হবে প্রায় ১২০০ কোটি টাকা। এছাড়াও একটি সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বিহারের উন্নয়নের জন্যে ৪৮,৫২০ কোটি টাকা। এছাড়াও পাটনা-াআরা-সাসারাম মহাসড়কের ফোর লেন এবং বারাণসী-রাঁচি- কলকাতা মহাসড়কের ৬ লেন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
৩০ তারিখে দুপুর ২:৪৫ মিনিটে প্রধানমন্ত্রী কানপুরে গিয়ে পৌঁছাবেন। সেখানে কানপুর- চুনীগঞ্জ মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পের বাজেট বরাদ্দ রয়েছে ২০,৯০০ কোটি টাকা। এছাড়াও উত্তরপ্রদেশে একটি থার্মাল পাওয়ার প্রকল্পের উদ্বোধন করতে দেখা যাবে তাঁকে। প্রধানমন্ত্রীর এই দু’দিনের সফরের মূল উদ্দেশ্যই হল দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় উন্নয়ন। তিনি তো বলেছেন রাজ্য বিকশিত হলেই দেশ বিকশিত হবে।