
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৫/২০২৫ : মৌসুমী বায়ু আরো অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ ও কভার করেছে। আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ এবং সিকিমের অংশে প্রবেশ করবে মৌসুমী বায়ু। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান।
সোমনাথবাবু বলেন, “মঙ্গলবার নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ।বর্তমান অবস্থান করছে উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘন্টায় এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং আরো শক্তি বাড়াবে। এই সিস্টেমটির জন্য হিমালয় উপকূল অঞ্চলে এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ২৯ তারিখ । এছাড়া বুধ ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হওয়ার গতি থাকবে ৪০-৫০ ও গাস্টিং ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়। উপকূলের জেলাগুলোতে এই গতিবেগ থাকবে। ২৯ তারিখ হাওয়ার গতি বেড়ে ৪৫-৫০ গাস্টিং ৬০ হওয়ার সম্ভাবনা উপকূল এর জেলা গুলোতে। ৩০ তারিখ হাওয়ার গতি ধীরে ধীরে কমবে।মৎস্যজীবীদের মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে ৩০ তারিখ পর্যন্ত।
এই সিস্টেমের জন্য পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও ভারী ও অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি চলবে ।উত্তরবঙ্গে বুধবার বৃষ্টির পরিমান কম থাকবে। ২৯ তারিখ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। ৩০’ও ৩১’ জুন দক্ষিণ ও উত্তর বঙ্গে বৃষ্টি পরিমান বেশি থাকবে। ২রা জুন থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে।
বুধবার দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর, ও নদিয়াতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি সাথে ৪০-৫০ ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া বাকি জেলা গুলোতে বিক্ষিপ্ত ঝড় – বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ২৯ তারিখ হাওড়া ,হুগলি ,নদিয়া , দুই ২৪ পরগনা ,দুই মেদিনীপুর, কলকাতা ,বর্ধমান এ কমলা সতর্কতা জারি ।কোথাও ভারি বৃষ্টি আবার কোথাও অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। হওয়ার গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়।”