
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] ইসলামাবাদ, পাকিস্তান,১৮/০৫/২০২৫ : পাকিস্তানের সাধারণ মানুষের একাংশ খেতে পাচ্ছে না বলে সেই দেশেরই একটি রিপোর্টে বলা হয়েছে। অন্তত এক কোটি দশ লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তার অভাবে ধুঁকছে সেই দেশে।
পাকিস্তানের খাদ্য ও কৃষি সংগঠনের একটি রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের অন্তত ১ কোটি ১০ লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তার এভাবে দিন কাটাচ্ছে। তারা নিয়মিত খাবার পায় না। খাবার যে পাবেই সেই নিশ্চয়তাও নেই। গত শুক্রবার ইউনাইটেড নেশন্সের Food and Agricultural Organisation (FAO) পাকিস্তানের ওপর একটি রিপোর্ট বের করেছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, সে দেশের ১১ মিলিয়ন মানুষ বা জনসাধারণের ২২% মানুষ খাদ্য নিরাপত্তার অভাব অনুভব করে। তারা খাবার পায় না নিয়মিত। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতিও বেশ খারাপ অবস্থায় গিয়েছে। বাইরে থেকে ঋণের বোঝা দিন কে দিন বেড়েই চলেছে। পাকিস্তানে না খেতে পাওয়া মানুষজনকে খাদ্য সরবরাহ করার তেমন কোনো সরকারি উদ্যোগও চোখে পরে না।
খাদ্য নিরাপত্তার অভাবে থাকা মানুষের সংখ্যা পাকিস্তানে আগের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই সংখ্যা প্রায় প্রতিদিন একটু একটু করে বেড়েই চলেছে। এর মধ্যেই পাকিস্তান ভারতের সাথে সংঘাতে জড়িয়ে নিজেদের বিপদ আরও বাড়িয়েছে। এই দেশের আকাশে যখন ভারতীয় মিসাইল হানা দেয়, দেশের বিভিন্ন জায়গায় যখন বিস্ফোরণ হয়, তখন এই দেশের প্রধানমন্ত্রী আবার সুইমিং পুলে সাঁতার কাটতে ব্যস্ত হয়ে পড়েন। ইউ এন-এর রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের বালুচিস্তান, সিঁধ এবং পাখতুনখোয়া এই অঞ্চলের মানুষই অভুক্ত থাকেন সবচেয়ে বেশি। এই অঞ্চলের মানুষই খাদ্য নিরাপত্তার অভাব সবচেয়ে বেশি অনুভব করে। তবে পাকিস্তানের এই অংশের রুক্ষ আবহাওয়াও এই অঞ্চলের মানুষের অভুক্ত থাকার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হতে পারে।
