ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি, আন্দোলনে ভারতের ট্রাক মালিক ও চালকেরা 

ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে যায় ভুটানের ডাম্পার, সেই সুযোগ থেকে বঞ্চিত ভারতের ট্রাক মালিক ও চালকেরা। তাই এই আন্দোলন , ভুটানের ট্রাক আটকে দেওয়া হয়েছে ফুলবাড়ী সীমান্তে।

আজ খবর (বাংলা),  [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১৬/০৬/২০২৫ : নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ির ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা।

ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি। এই দাবিতেই আন্দোলনে ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা। ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দুই হাজার ট্রাক। 

ভারত থেকে বাংলাদেশের ভুটানের ট্রাক পাথর নিয়ে যায়। কিন্তু এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক। এই কারণেই অনশন আন্দোলন শুরু। ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ ভুটানের ট্রাক এর জন্য তারা ভাতে মরছেন। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন শতাধিক ভারতীয় ট্রাক চালক মালিকরা। সতর্ক বিএসএফ। ঘটনাস্থলে পুলিশ। বিপাকে কয়েক হাজার ভুটানের ট্রাক চালক।ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা।


Loading

Leave a Comment