শুভাংশুদের মহাকাশ যাত্রা স্থগিত

আগেরবার খারাপ আবহাওয়ার জন্যে পিছিয়ে দেওয়া হয়েছিল মহাকাশ যাত্রা, এবার ফের স্থগিত হয়ে গেল এক্সিওম অভিনা, এবার অবশ্য যান্ত্রিক ত্রুটির জন্যে স্থগিত করে দেওয়া হল অভিযান। ফের কবে মহাকাশের উদ্দেশ্যে রওনা হবেন শুভাংশুরা, তাও জানানো হয় নি.  

চার মহাকাশচারী রওনা হওয়ার অপেক্ষায় 

আজ খবর (বাংলা), [দেশ] লখনৌ, উত্তরপ্রদেশ, ১১/০৬/২০২৫ :  শেষ পর্যন্ত আজ আর মহাকাশ যাত্রা করা হল না শুভাংশু শুক্লাদের।  মহাকাশ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। 

আজ শেষ মুহূর্তে মহাকাশ যাত্রা বাতিল করা হয়েছে, তাই আজ আর মহাকাশে যাত্রা করা হলো না শুভাংশুদের।  দু’দিন আগেই মহাকাশে থাকা স্পেস স্টেশনের দিকে রকেটে চেপে রওনা দেওয়ার কথা ছিল ভারতীয় বায়ু সেনার অভিজ্ঞ পাইলট শুভাংশু শুক্লার দলের। কিন্তু সেদিন খারাপ আবহাওয়ার জন্যে মহাকাশ যাত্রা বাতিল করা হয়েছিল। আর আজ ভোরবেলায় যাত্রা বাতিল করা হল শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার জন্যে। 

শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্লা আজ বলেন, “মানসিকভাবে আমরা প্রস্তুত হয়েই রয়েছি। আজ ভোরবেলায় সকাল ৬টা  নাগাদ আমাদের জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি দোর পড়ার জন্যে আজ মহাকাশ যাত্রা  এক্সিয়ম ৪ অভিযান স্থগিত রাখা হয়েছে। আজ মহাকাশ যাত্রা আর হচ্ছে না. আজকের বদলে কবে এই অভিযান করা হবে সেটাও আমাদের জানানো হয় নি. তবে আমরা মানসিকভাবে প্রস্তুত হয়েই আছি. গতকাল ছেলের সাথে আমার কথা হয়েছে। “

এক্সিওম অভিযানে শুভাংশু শুক্লার সাথে আরও তিনজন মহাকাশে যাত্রা করার কথা আছে . এই চারজন মহাকাশের দিকে রওনা দেবেন ফ্লোরিডা  থেকে।  কিছুদিন তাঁরা স্পেস স্টেশনে থেকে গবেষণার কাজ করবেন। তারপর ফিরে আসবেন পৃথিবীতে। 


Loading

Leave a Comment