
আজ খবর (বাংলা), [রাজ্য], ভগবানগোলা, ১০/০৬/২০২৫ : স্ত্রীর বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীকে খুন করার অভিযোগ উঠল শ্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমবর্গী ডাকবাংলা এলাকায়। মৃত ব্যক্তির নাম আলতাফ সেখ (৫৫), বাড়ি মহিশাস্থলি গ্রাম পঞ্চায়েতের ডাকবাংলা এলাকায়।
ডাকবাংলা এলাকায় বানপুলের পাশে একটি পরিত্যক্ত ও ভাঙাচোরা দোকানের পাশ থেকে আলতাফ সেখের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তার গলায় দড়ির ফাঁস লাগানো ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাফ সেখ দীর্ঘদিন ভিন রাজ্যে কাজ করতেন এবং সম্প্রতি ঈদ উপলক্ষে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে তিনি স্ত্রীর কথা জানতে পারেন, তার স্ত্রী ইদোলা বিবির সঙ্গে প্রতিবেশী সালাম সেখের একটি অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে বলে সন্দেহ করেন। এই নিয়ে মঙ্গলবার রাতে উভয়ের মধ্যে তীব্র বচসা হয় বলেও স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর থেকেই স্ত্রী ও তার প্রেমিক পলাতক।