
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইয়াঙ্গন, মায়ানমার, ২৯/০৩/২০২৫ : ভূমিকম্প বিদ্ধস্ত প্রতিবেশী দেশ মায়ানমারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। শনিবারই ত্রাণ সামগ্রীর প্রথম দফার ভান্ডার তুলে দেওয়া হল ইয়াঙ্গনের মুখ্যমন্ত্রী ইউ সুয়ো থেইনের হাতে।
মায়ানমারে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত অভয় ঠাকুর ভারতের হয়ে ত্রাণ সামগ্রী তুলে দিলেন ইয়াঙ্গনের মুখ্যমন্ত্রীর হাতে। গতকাল ভূমিকম্পের পরেই মায়ানমারের সাথে যোগাযোগ স্থাপন করেছিল ভারত। সেইমত যুদ্ধকালীন পরিস্থিতিতে মায়ানমারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। ত্রাণ সামগ্রী মায়ানমারের কাছে দ্রুত পৌঁছে দিতে ভারতীয় সেনাবাহিনী সি-১৩০-জে বিমানটি ব্যবহার করেছে। এছাড়াও আরও দুটি বিমানে ত্রাণ সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র চাপিয়ে মায়ানমারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
যুদ্ধকালীন পরিস্থিতিতে মায়ানমারে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্যে যে অভিযান চালানো হচ্ছে তার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ব্রম্ভা’। গোটা অপারেশনের ওপর কড়া নজর রেখেছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। উল্লেখ্য, গতকাল ভয়ঙ্কর ভূমিকম্পে মায়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গিয়েছেন অন্তত ১৪৪ জন মানুষ। আহত হয়েছেন অসংখ্য মানুষ। ঘরবাড়ি ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মায়ানমারে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিল ভারত।