ভারতের সাথে যুদ্ধ করে কি ভুল হয়েছে তা হাড়ে  হাড়ে  টের পাচ্ছে পাকিস্তান 

আজ খবর (বাংলা), [[দেশ]. নতুন দিল্লী, ভারত, ০৯/০৫/২০২৫ : গতকাল গভীর রাত্রি পর্যন্ত চলেছে ভারত-পাকিস্তানের যুদ্ধ। ভয়ানক  সেই লড়াইয়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। 

গতকাল যুদ্ধের ময়দানে ভারতের পরাক্রম ছিল দেখার মত।  পাকিস্তানের ড্রোন নির্ভর আক্রমণকে রীতিমত পর্যুদস্ত করে রেখেছিল ভারতের অপারেশন সিঁদুর। পাকিস্তানের প্রতিটি আক্রমনকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তাদের অন্তত ৫০টি ড্রোন খতম করে দেওয়া হয়েছে। প্রতিটা মিসাইলের আক্রমন তাকিয়ে দিয়েছে সুদর্শন চক্র নাম পরিচিত এস-৪০০. এই অসাধারন অস্ত্রটিকে অতিক্রম করা যে ওঠে নি পাকিস্তানের। প্রত্যেক মিসাইল  ও ড্রোনের আক্রমন ভারত সফলভাবেই নিষ্ক্রিয় করে দিতে পেরেছে। 

গতকাল রাত্রে পাকিস্তানের প্রায় প্রত্যেকটি শহরে জঙ্গী হানায় বিস্ফোরণ হয়েছে। পাকিস্তান খুব ভালো করেই বুঝতেপারছে এভাবে আর বেশিক্ষণ  লড়াই করে এঁটে ওঠা যাবে না শক্তিধর ভারতের সাথে। গতকাল বেশ কয়েকজন জঙ্গিকেও খতম করা হয়েছে। শুধু তাই নয় গতকাল পাকিস্তানের চারটি যুদ্ধ বিমানকে গুলি করে নামানো হয়েছে। তার মধ্যে একটি এফ ১৬ বিমানও  রয়েছে।  পাকিস্তানের যুদ্ধবিমানের একজন পাইলটকে ধরা হয়েছে। সেই পাকিস্তানি পাইলট এখন বন্দী রয়েছে ভারতীয় সেনাবাহিনীর হাতে। তাকে জিজ্ঞাসাবাদ করার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 

গতকাল ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তান হাড়ে হাড়ে  বুঝতে আছে, এ ভারত ঠিক সেরকম ভারত নয়, যে ভারতের রিপোর্ট তাদের কাছে ছিল. এ ভারত অন্য ভারত, এ ভারত সত্যিই ১৪০ কোটির ভারত, এ ভারত রীতিমত শক্তিশালী ভারত।  যুদ্ধ করতে গিয়ে  পাকিস্তান এতটাই বিপর্যস্ত হয়ে গিয়েছে যে সেই দেশের শেয়ার বাজার একেবারে নিচে নেমে গিয়েছে।  টাকা চেয়ে বিশ্ব ব্যাংকের কাছে দরবার করেছিল তারা, কিন্তু দুর্ভাগ্যবশতঃ বিশ্বব্যাংক পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছে, তারা ভারতের পাশে থাকার বার্তা শুনিয়ে দিয়েছে। 


Loading

Leave a Comment