বাড়মেরের খোলা মাঠে পাক মিসাইল উদ্ধার 

আজ খবর (বাংলা), [দেশ], বাড়মের , রাজস্থান, ১০/০৫/২০২৫ : রাজস্থানের বাড়মের  থেকে অচেনা মিসাইল উদ্ধার, গ্রামবাসীদেরকে সতর্ক করল প্রশাসন। 

গতকাল গভীর রাতে রাজস্থানের বাড়মেরে  মিসাইল হানা চালিয়েছিল পাকিস্তান।  বারমের শহরের খোলা জমিতে পড়েছিল সেই মিসাইলটি , যদিও সেই মিসাইল বিস্ফোরণ ঘটাতে পারেনি।  তবে এর থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে পাকিস্তান সব কিছু ছেড়ে শুধুমাত্র সাধারণ মানুষকেই টার্গেট করেছে। যেহেতু  মিসাইল থেকে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটে নি তাই বাড়মেরে  কোনো রকম ক্ষয় ক্ষতির ঘটনা ঘটে নি। 

গতকাল সন্ধ্যাবেলা থেকেই রাজস্থান ও গুজরাটের সীমান্তবর্তী প্রায় সমস্ত শহরেই ব্ল্যাকআউট করা হয়ে ছিল।  ক্রমাগত সাইরেন বাজিয়ে সতর্ক রাখা হয়েছিল  সাধারণ মানুষকে। রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বিএসফ ২৪ ঘন্টাই কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে যাতে পাক সেলিং এর ফাঁকে সীমান্তের ওপার  থেকে কোনো ভাবে অনুপ্রবেশের ঘটনা না ঘটে। 

আজ ভোর হতেই বাড়মের শহরের একটা খোলা জমিতে একটি মিসাইল পরে থাকতে দেখা যায়।  পাকিস্তানের ওই মিসাইলটি সেনাবাহিনী আকাশেই নিষ্ক্রিয় করেছিল কিনা তা বোঝা যায় নি। মিসাইল দেখতে ভীড় করে গ্রামবাসীরা।  পুলিশ এসে ভীড় সরিয়ে দেয় এবং গ্রামবাসীদের সতর্ক করে দেয়।  ঐ  মিসাইলটিকে নিষ্ক্রিয় করার এবং সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া  শুরু করা হয়েছে। 


Loading

Leave a Comment