
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১২/০৫/২০২৫ : বেশ কিছুদিন পর ফের শান্তি এসেছিল রাত্রে। ভয়ে ভয়ে ঘুমোতে যেতে হয় নি। আক্রমণ আসে নি পাকিস্তানের দিক থেকে। তাই কিছুটা স্বস্তিতে থাকলেও সদা সতর্ক সেনাবাহিনী।
পাকিস্তানকে তাদের জঙ্গী কাজ কর্মের জন্যে উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে বলে দাবী করেছে বিজেপি। সোমবার বিজেপি সাংসদ সম্বিৎ পাত্র বলেন, “প্রধানমন্ত্রী দেশবাসীকে কথা দিয়েছিলেন যে ভারত এমনভাবে পাকিস্তানের ওপর প্রত্যাঘাত করবে যা তারা কল্পনাও করতে পারবে না। ভারতের আক্রমণ হবে তাদের কল্পনার অতীত। বাস্তবে ঠিক তাই ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের মাটিতে গড়ে ওঠা সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দিয়েছে। পাক সেনাবাহিনীর সবকয়টি সামরিক আস্তানাকে ভারত নিজেদের অস্ত্রের আওতায় নিয়ে আসতে পেরেছে।”
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেছেন, “ভারতীয় সেনাবাহিনী শত্রু দেশের ভিতরে থাকা জঙ্গি ডেরাগুলিকে একেবারে ধূলিস্যাৎ করে দিয়েছে। শতাধিক জঙ্গীকে খতম করে দিয়েছে। এর আগে অন্য কোনো দেশ আর একটি দেশের থাকা এত সংখ্যক জঙ্গীকে নিকেশ করতে পারে নি। নরেন্দ্র মোদীই এটা প্রথমবার করে দেখালেন। অপারেশন সিঁদুর সামরিক অভিযানের একটি সার্থক নাম, এই অভিযানের উদ্দেশ্যই ছিল পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করা। সেই উদ্দেশ্যে প্রায় সবটাই সাফল্যের সাথে করা গিয়েছে। অপারেশন সিঁদুর এখনো শেষ হয় নি। কড়া নজরদারি রাখা হয়েছে এখনও বেঁচে থাকা সন্ত্রাসবাদীদের ওপর।”