পশ্চিমবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক না হলেও প্রস্তুত থাকা দরকার : মমতা 

আজ খবর (বাংলা),  [রাজ্য], নবান্ন, পশ্চিমবঙ্গ,  ০৯/৬/২০২৫ : রাজ্যে করোনা পরিস্থিতি সম্বন্ধে কিছুটা অভয় দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আতঙ্কিত না হওয়ার কথা বলেছেন তবে পাশাপাশি সকলকে প্রস্তুত থাকতেও বলেছেন। 

মুখ্যমন্ত্রী আজ বলেন, “আমরা কোভিড শুনলে ভয় পাই। তবে সরকারিভাবে আমাদের কাছে যে তথ্য আমাদের কাছে আছে তাতে এখনই আতঙ্কিত হবার কোন প্রয়োজন নেই।।

আমরা আশা করছি পান্ডেমিক আর হবে না। তবে আমরা সমস্ত দপ্তরকে নিয়ে আজ বৈঠক করেছি প্রস্তুতির বিষয়টা মাথায় রেখে। প্যানিক করার জন্য নয় কিন্তু যদি তেমন কিছু হয় তাহলে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি সেই কারণেই এই বৈঠক। 

কো-মরবিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে তো এটা একটা ফ্যাক্টর। তারা ডাক্তার দেখান চিকিৎসা করান। চেষ্টা করবেন সরকারি হাসপাতালে চিকিৎসা করান।  আপনাদের অযথা বেশি টাকা খরচা হবে না। এক্ষেত্রে যা যা প্রয়োজন তা সব সরকারি হাসপাতালে আছে। এখন তো সকলেই প্রায় ভ্যাকসিন নিয়ে নিয়েছে। 

আমরা নিজেদের ইন্টারেস্টে এই বৈঠকটা করলাম যাতে তেমন কোনো পরিস্থিতি হলে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি। আবার বলছি এখনো তেমন কোন পরিস্থিতি তৈরি হয়নি। 

ভারতবর্ষে এত কোটি মানুষের বাস, সেখানে মাত্র ছয় সাড়ে ছয় হাজার এই ভাইরাস আক্রান্ত হয়েছে। তাই বলছি কেউ ভয় পাবেন না। সকলকে সতর্ক থাকতে হবে। সাধারণ সর্দি কাশি বা জ্বরের মতোই এটা একটা ইনফেকশন।”


Loading

Leave a Comment