
আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ২৩/০৫/২০২৫ : কিছুদিন আগেই শিলিগুড়ি শহরের দুটি রেস্তোরাঁতে বিরিয়ানিতে মিলেছিল পোকা।
এরপর খাদ্য বিভাগ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ওই দোকান টি সিল করে দেয়।
তার কিছুদিন বাদেই গত সপ্তাহে শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত চম্পাসাড়ী মোড় এলাকায় একটি বিরিয়ানির দোকানে মিলল পোকা। এরপর ব্যাপক উত্তেজনায় ছড়ায় শহর শিলিগুড়িতে। ময়দানে নামে বিজেপি।
বিষয়টিতে উদ্বিগ্ন হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি খাদ্য বিভাগ এবং শিলিগুড়ি পৌরনিগমকে ময়দানে নামতে নির্দেশ দেন। এরপর ময়দানে নামে শিলিগুড়ি পৌরনিগমের খাদ্য বিভাগ এবং রাজ্য খাদ্য বিভাগ, পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
৪-৫ দিন আগে শিলিগুড়ি শহরের বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকার বেশ কিছু রেস্তোরাতে অভিযান চালিয়েছিল শিলিগুড়ি পৌর নিগমের খাদ্য বিভাগ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
আজ আবার চলল অভিযান, এবার শিলিগুড়ির হিলকার্ট রোডের বেশ কিছু রেস্টুরেন্ট হোটেল এবং স্ট্রিট ফুড এর দোকানে হানা দিল আধিকারিকেরা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল মেয়াদ উত্তীর্ণ সস এবং মসলা ব্যবহার চলছে। পাশাপাশি বিষাক্ত রং এর ব্যবহার করছেন দোকানীরা। এরপর আজ সেই সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দিলেন প্রশাসনিক কর্তারা। পাশাপাশি হোটেল রেস্তোরাতে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার বন্ধের নির্দেশ দেন পুলিশ আধিকারিকেরা। এই অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি এন্ড ফোর্সমেন্ট ব্রাঞ্চ মোহাম্মদ ফারুক।