
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ০২/০৫/২০২৫ : ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আরও একটা ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল. রীতিমত মাথা হেঁটে করতে বাধ্য হলো পাকিস্তান।
পাকিস্তানের দুই প্রযুক্তি সংস্থা সাইবার গ্রূপ HOAX1337 এবং ন্যাশনাল সাইবার ক্রিউ ভারতের সৈনিক স্কুলের কম্পিউটার ও ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল বলে জানা যাচ্ছে। এই দুই কোম্পানিকেই স্পনসর করে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের এই চুরি করার চেষ্টা একেবারেই ভেস্তে দেন ভারতের প্রযুক্তি বিজ্ঞানীরা। হ্যাকিং শুরু হওয়ার সাথে সাথেই বিষয়টি নজরে আসে ভারতীয় এজেন্সিগুলির এবং তারপরেই পাকিস্তানের যাবতীয় প্রচেষ্টা ভেস্তে দেওয়া হয়.
পাকিস্তান লাগাতার চেষ্টা চালিয়ে যায় শিশুদের, বয়স্কদের এবং অন্যান্য নিরীহ মানুষদের ওয়েবসাইট হ্যাক করে যেতে। সাবসিদ্ধভাবে তারা এই প্রক্রিয়া চাইয়ে যাচ্ছিল। কিন্তু সব প্রচেষ্টায় শেষমেশ ব্যর্থ হয়ে যায় ভারতের তৎপরতায়। পাকিস্তান আজ ইন্ডিয়ান আর্মি ইনস্টিটিউটের হোটেল ম্যানেজমেন্ট এবং বায়ু সেনার প্রাক্তনদের একটি ওয়েবসাইট হ্যাক করে ঢোকার চেষ্টা করে বই জানা গিয়েছে। এই সাইটগুলি এখন সুরক্ষিত আছে।