কলকাতার অগ্নিকাণ্ডের স্বচ্ছ তদন্ত চান শুভেন্দু 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০১/০৫/২০২৫ : কলকাতায় ফলপট্টিতে আগুন লেগে ১৪ জনের মৃত্যুর স্বচ্ছ তদন্ত  চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আজ সকালেই কলকাতার মেছুয়াপট্টির ফলপট্টি বাজারে সম্পূর্ণ ভস্মীভূত ঋতুরাজ হোটেলে যান। সেখানে গিয়ে পুরো পরিস্থিতি তিনি নিজে গিয়ে দেখে আসেন। আর এরপরেই তিনি গোটা ঘটনাটির  জন্যে রাজ্য সরকার ও কলকাতা পুরসভাকে দায়ী করেন। এই ঘটনায় মোট ১৪ জন প্রাণ হারিয়েছেন। একজন আগুন থেকে বাঁচতে ছয় তলার ওপর থেকে নিচে ঝাঁপ মারেন আর বাকিরা প্রত্যেকেই কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান।  গোটা ঘটনার উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী আরও বলেন, “ঋতুরাজ হোটেলের মত একটি বাণিজ্যিক সংস্থাকে নিরাপত্তা দিতে ব্যর্থ কলকাতার দমকল বিভাগ ও কলকাতা পুরসভা। এই হোটেল অগ্নি নির্বাপন  বিষয়ে সবরকম নিয়ম পালন করছে কিনা, পুরো নিয়ম পালন করছে কিনা তা দেখার কেউ নেই।  ফলে যা হওয়ার তা হয়েছে। মধ্য কলকাতার এত বড়  একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল, এতো লোকের প্রাণ গেল, তার দায় কেউ অস্বীকার করতে পারে না।   দেরিতে হলেও এই ঘটনার উচ্চ পর্যায়ের স্বচ্ছ তদন্ত হওয়া  দরকার। ” 


Loading

Leave a Comment