
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৬/২০২৫ : আজ কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেলেন আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানলি। তাঁর জামিনের খবরে উচ্ছসিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গের পুলিশ। সমাজ মাধ্যমে তিনি এমন কিছু মন্তব্য করেছিলেন যা সাম্প্রদায়িক বলে মনে হতে পারে। কিন্তু কেন শর্মিষ্ঠা এই ধরণের মন্তব্য করেছিলেন ? ঘটনার সূত্রপাত আরও আগে, আসামের ওয়াজাহাত খান কামাখ্যা মা এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে কটু মন্তব্য করেছিল। তার সেই মন্তব্যের প্রেক্ষিতেই শর্মিষ্ঠা সমাজ মাধ্যমে মন্তব্য করে বসেছিলেন। আসামের মুখ্যমন্ত্রী ওয়াজাহাতকে গ্রেপ্তার করার জন্যে পুলিশও পাঠিয়েছিলেন এই রাজ্যে।
এবার শর্মিষ্ঠাকে জামিন দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, শর্মিষ্ঠা যেন তদন্তে সহযোগিতা করে, দেশ ছেড়ে চলে না যায়। আজ ১০ হাজার টাকার বন্ডে শর্মিষ্ঠাকে জামিন দেওয়া হয়েছে। এবার ঐ ওয়াজহাতের বিরুদ্ধে কলকাতার বালিগঞ্জ থানায় এবং হাওড়া থানায় এফআইআর করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং বিজেপির লিগ্যাল সেলের সদস্য সংযুক্ত সামন্ত। শর্মিষ্ঠা মুক্তিতে খুশি হয়ে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।