গাছ কেটে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস 

আজ খবর (বাংলা), [রাজ্য], রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ০৫/০৬/২০২৫ : গাছ রোপণ করে নয়…

গাছ কেটে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস! হ্যাঁ, ঠিকই শুনেছেন! আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস—আর এই বিশেষ দিনে রায়গঞ্জ শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থা করলো এমন এক কাজ, যা শুনলে আপনি চমকে উঠবেন!

আমরা যেখানে আশা করি পরিবেশ রক্ষার বার্তা, বৃক্ষরোপণ কর্মসূচি কিংবা সবুজায়নের ডাক… ঠিক সেই দিনেই, ‘আত্মীয়’ নামে খ্যাত স্বেচ্ছাসেবী সংগঠনটি  বাড়ালো এক ভিন্ন পথে। তারা গাছ কেটে পালন করলো এই পরিবেশ বান্ধব দিনটি।

আজ ‘আত্মীয়’ সংস্থার পক্ষ থেকে কাটা হয়েছে একাধিক গাছ… তবে তা ছিলো পার্থেনিয়াম নামের এক ভয়ঙ্কর আগাছা। হ্যাঁ, এটি সেই গাছ যা নিঃশব্দে বিষ ছড়ায় বাতাসে, ধ্বংস করে মাটির উর্বরতা, এবং ফুসফুসে নিয়ে আসে নিঃশ্বাসজনিত বিপর্যয়। এই গাছ অ্যালার্জি, হাঁপানি, এমনকি ত্বকের রোগের জন্য দায়ী—এক কথায়, পরিবেশের শত্রু!

এই সংস্থাটি প্রতিবছরই নেয় এই নিধনযজ্ঞের কর্মসূচি।

তবে আজকের দিনটি—বিশ্ব পরিবেশ দিবস—তাদের বার্তাটা যেন আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে।

 শুধু পার্থেনিয়াম নির্মূলই নয়, আত্মীয় সংস্থাটি বছর জুড়ে করে থাকে বৃক্ষরোপণ, জলদান কর্মসূচি উদ্বৃত্ত খাবার গরিব মানুষের মধ্যে বিতরণ এবং আরও নানা মানবিক উদ্যোগ।  আজকের ব্যতিক্রমী পদক্ষেপ ছিল এক সাহসী বার্তা— সবুজ মানেই সব ভালো নয়… কিছু সবুজও বিষাক্ত।

 বিশ্ব পরিবেশ দিবসে আমরা কুর্নিশ জানাই সেইসব মানুষদের, যারা বাস্তব সমস্যাকে চিহ্নিত করে, নিঃস্বার্থভাবে কাজ করেন সমাজের জন্য। ‘গাছ কেটে পরিবেশ বাঁচানোর’ এমন ব্যতিক্রমী উদাহরণ হয়তোই এক নতুন দৃষ্টিভঙ্গি খুলে দিল আমাদের সামনে!  


Loading

Leave a Comment