
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০৪/২০২৫ : ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তার মধ্যেই পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভূট্টো জারদারির কটাক্ষের জবাব দিলেন বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ।
পাকিস্তানের পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত-পাকিস্তান উত্তেজনা সম্পর্কে মন্তব্য করে বলেন “হয় জল বইবে, অথবা রক্ত বইবে !” বিলাওয়ালের এই মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ বলেন, “পাকিস্তানে ইতিমধ্যেই রক্ত বইতে শুরু করে দিয়েছে। একদিকে আল কায়দা চাপ মারছে, আর এক দিকে আফগানিস্তান চাপ মারছে। আমরা পাকিস্তানকে দেখিয়ে দিয়েছি যে আমরা কি করতে পারি।”
বিলাওয়াল সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, “ও আগে যেমন ছিল তেমনটাই বাচ্ছা থেকে গিয়েছে। আজকাল যুদ্ধ কেউই চায় না। এভাবেই একটা দেশকে প্যাঁচে ফেলতে হয়। প্রথমে জল বন্ধ করা, তারপর সবরকম সম্পর্ক ছিন্ন করা। কোনঠাসা করে দেওয়া।” দিলীপ ঘোষের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ভারত হয়ত পাকিস্তানকে আক্রমণ করবে না। ভারত যুদ্ধ করবে না । তবে পাকিস্তানকে নানাভাবে ভাতে মারবে। কিন্তু নরেন্দ্র মোদী যেমনটা বলেছিলেন যে পাকিস্তান কল্পনাতীত শাস্তি পাবে, সেটা তাহলে কোন পথে হবে ? উঠছে সেই প্রশ্ন।
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়ে বলেছেন, “বর্তমানে পাকিস্তানের কব্জায় থাকা কাশ্মীরকে এটাই সেরা সময় পাক দখলমুক্ত করার। এভাবেই ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। “