
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৫/২০২৫ : সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে গিয়ে ভর্তি ও পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে চলেছে, সেই দলে অন্তর্ভুক্তি হয়েছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় প্রতিনিধি দলে অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে তাঁর এই স্বাগত জানানোর পাশাপাশি ছিল কিছুটা কটাক্ষও। দিলীপ ঘোষ আজ বলেছেন “তৃণমূল কংগ্রেস পাকিস্তানের বিরোধিতায় কিছু কথা বলেছে। সেটা না বললে অবশ্য এই দেশে তাদের রাজনীতি করতেই অসুবিধা হয়ে যেত। যাই হোক ভারতীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তিতে আমি খুশি। তবে আমি চেয়েছিলাম মুর্শিদাবাদে হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসও একটি প্রতিনিধি দল পাঠাক।”
আজই কলকাতা হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মুর্শিদাবাদ হিংসা নিয়ে তাঁদের রিপোর্ট জমা করেছে। সেই রিপোর্টে উঠে এসেছে, কিভাবে সেখানে উত্তেজনার শুরু হয়েছিল, কিভাবে তা ছড়িয়ে পড়েছিল। পুলিশের ভূমিকা কি ছিল। কেন্দ্রীয় বাহিনী কিভাবে সেখানে নিরাপত্তা দিয়েছিল। ইত্যাদি। এই রিপোর্ট জমা পড়ার পরেই দিলীপ ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
ভারত সরকার বেশ কয়েকটি প্রতিনিধি দল গঠন করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছে, সেই প্রতিনিধি দলের কাজ হবে বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে ভারত কি মনোভাব গ্রহণ করেছে, কিভাবে লড়াই চালাচ্ছে তা তুলে ধরা.।