
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২১/০৫/২০২৫ : আগামী বছর মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত।
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগে দেশকে মাওবাদী মুক্ত করার ডাক দিয়েছিলেন, যেভাবে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামী বছর মার্চ মাসের মধ্যেই দেশ থেকে মাওবাদীদেরকে শেষ করে দেওয়া হবে, মাওবাদীদের অত্যাচার থেকে দেশকে বাঁচানো হবে, মাওবাদীদের জুলুমবাজির জন্যেই দেশের বিভিন্ন জায়গায় উন্নয়ন আটকে থাকছে। সেইসব জায়গাকে মাওবাদী মুক্ত করে উন্নয়নের কাজ করা হবে।

অমিত শাহের বক্তব্য অনুযায়ী এরপর নিরাপত্তা বাহিনী পরের পর অভিযান চালিয়ে গিয়েছে। লাগাতার অভিযান, নজরদারি উন্নয়নের জন্যে বহু মাওবাদী বা নকশাল হয় আত্মসমর্পন করেছে, নাহয় গ্রেপ্তার হয়েছে অথবা খতম হয়ে গিয়েছে। ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও কেরালার বেশ কিছু অঞ্চলে মাওবাদীদের প্রভাব অনেক বেশি দেখতে পাওয়া যেত। কিন্তু বর্তমানে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা যেভাবে একশনে নেমেছেন, তাতে ভারতে দ্রুত শেষ হয়ে আসছে মাওবাদীদের সংখ্যা।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জানিয়েছেন, “গত তিন দশকে এই প্রথম মাওবাদী বা নকশালদের জেনারেল সেক্রেটারি পদমর্যাদার কোনো এক শীর্ষ নেতাকে খতম করে দেওয়া হল। ছত্তিশগড়ের নারায়ণপুরে অবুঝমারের গভীর অরণ্যে প্রচন্ড গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে এদিন মাওবাদীদের শীর্ষ নেতা বাসব রাজুর মৃত্যু হয়েছে। এছাড়া এদিন মোট ২৭ জন সশস্ত্র মাওবাদীরা মৃত্যু হয়েছে। ৮৪ জন মাওবাদী আত্মসমর্পন করেছে এবং মোট ৫৪ জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। এযাবদ মাওবাদীদের বিরুদ্ধে যত অভিযান হয়েছে, তার মধ্যে এই অভিযানে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া গিয়েছে” বলে জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। মাওবাদীদের বিরুদ্ধে এই অপারেশনে নিরাপত্তা বাহিনীর এক জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে, তবে তিনি বিপদের বাইরে রয়েছেন।
এরপর থেকে দেশের বাকি জায়গাগুলিতে আরও অনেক বেশি অভিযান চালানো হবে। দেশের অভ্যন্তরে নকশাল নেতাদের সশস্ত্র জঙ্গীপনা কোনো মতেই মেনে নেওয়া হবে না। আগামী বছর ৩১শে মার্চের মধ্যে দেশ থেকে খতম করে দেওয়া হবে মাওবাদী বা নকশালদের। দেশের ভিতরে বা বাইরে জঙ্গীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নেবে ভারত। এটাই নতুন ভারতের এজেণ্ডা।