পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার ৫ ডাকাত 

কিছুদিন আগেও বীরভূম জেলায় ডাকাতির সংখ্যা বাড়তে শুরু করেছিল। কিন্তু পুলিশ ও পুলিশের গোয়েন্দা বিভাগ সতর্ক থাকায় ডাকাতির ছক ভেস্তে গেল। 

আজ খবর (বাংলা), [রাজ্য] কীর্ণাহার, বীরভূম, ১৮/০৬/২০২৫ : নিজস্ব সংবাদ দাতা : ডাকাতির ছক বানচাল করে, কীর্ণাহার থানার পুলিশের সাফল্য — গ্রেফতার ৫। উদ্ধার হয় ধারালো অস্ত্র সহ ডাকাতির সরঞ্জাম।

গতকাল  রাত আনুমানিক ২টার সময় কীর্ণাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দাসকল গ্রাম রেলগেটের কাছে কীর্ণাহার-ফুটিসাঁকো রোডে অভিযান চালিয়ে একটি ডাকাত দলের ৫ জনকে গ্রেফতার করে বলে জানা যায়। পুলিশের তৎপরতায় একটি বড় ডাকাতির ছক ভেস্তে যায়। ধৃতদের  নাম, সেখ কাঞ্চন (বয়স ২৪ বাড়ি লাভপুরের ফলগ্রামে। রাহুল সেখ (বয়স ২২) বাড়ি লাভপুরের ঠাকুরপাড়ায়। কারণ বেদ (বয়স ২৪)) পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার শংকরপুর গ্রামে। সুরিয়া বেদ (বয়স ২২) পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে। গোপীচাঁদ বেদ, পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ায়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযানে ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে দলটির আরও ৫ থেকে ৬ জন সদস্য অন্ধকারে পালিয়ে যায়। গ্রেফতার হওয়া ৫ জনকেআজ তাদেরকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। 

প্রসঙ্গত উল্লেখ্য,  বীরভূম জেলায় মোট ২৬টি থানা রয়েছে, তা সত্বেও এই জেলায় মাঝে মাঝেই ডাকাতির ঘটনা ঘটে চলেছে। মূলত ঝাড়খন্ড রাজ্যের সাথে সীমানা ভাগ করে বীরভূম জেলা। দুষ্কৃতীরা ডাকাতি করে ঝাড়খন্ড রাজ্যে চম্পট দিয়ে সহজেই গা ঢাকা দেয়. তবু পুলিশি তৎপরতায় এই  রাজ্যে ডাকাতির ঘটনায় সারস পরানো গিয়েছে বেশ কিছুটা। এর আগে বীরভূমের নিরীক্ষা গ্রামে এক পাথর ব্যবসায়ীকে  স্রেফ ডাকাতির উদ্দেশ্যেই গুলি করে হত্যা করা হয়েছিল। সিউড়ি শহরে ঘটেছিল ব্যাঙ্ক  ডাকাতির ঘটনা। এছাড়াও ছোটখাটো চুরি, ছিনতাই আর রাহাজানির ঘটনা তো লেগেই আছে। 


Loading

Leave a Comment