ফের ঝড়ের কারনে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের 

সমুদ্রে বাচ্চা মাছগুলিকে বড় হতে দেওয়ার জন্যেই ১৪ তারিখ  পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে অনুমতি দেওয়া হয় নি মৎস্যজীবীদের। ১৫ তারিখ থেকেসমুদ্রে যেতে শুরু করা গেলেও ফের বাদ সাধল ঝড়।

আজঁ খবর  (বাংলা),  [রাজ্য], পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনা, ১৮/০৬/২০২৫ : নিজস্ব প্রতিনিধি : আবহাওয়ার কারনে ফের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হল, আর তা নিয়ে নদীতে রীতিমত মাইকে প্রচার শুরু হল। 

গত ১৪ তারিখ বিন পিরিয়ড শেষ হওয়ার পরে ১৫ তারিখ থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন  রাজ্যের  মৎস্যজীবীরা। ১৪ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। ১৫ তারিখে অনেকেই ট্রলার নিয়ে বেরিয়ে গিয়েছে।  ইতিমধ্যে কোনো কোনো মৎস্যজীবী ইলিশ নিয়ে ফিরেও এসেছে। কেউ কেউ এখনো পর্যন্ত মাছের মুখ দেখতে পারেনি। এখনো পর্যন্তপ্রায় ১৫ টন ইলিশ এসেছে পাড়ে। কিন্তু অনেকের জালে আবার ইলিশ ধরা পড়ে  নি। তার মধ্যে আবার প্রাকৃতিক বিপর্যয়ের ঘোষণা। 

আসছে ঝড়, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা করল মৎস্য দপ্তর।  মৎস্যজীবীরা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গিয়েছে, তাদের  কুলে ফিরে আসার জন্য জানানো হয়েছে। কাকদ্বীপ নামখানা পাথরপ্রতিমা ফ্রেজারগঞ্জর প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার স্থলপথে এবং জলপথে মাইক প্রচার শুরু হয়েছে। ইতিমধ্যে কুলে ফিরতে শুরুও  করেছে সমুদ্রে যাওয়া ট্রলারগুলো।


Loading

Leave a Comment