মাত্র ৪ রানে হার কেকেআর-এর 

আজ খবর (বাংলা), [খেলা] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৪/২০২৫ : আজ ফের একবার কে কে হার।  আইপিএল ম্যাচে ঘুরে দাঁড়িয়েও নিজেদের জায়গা ধরে রাখতে পারলো না কেকেআর। লখনৌ-এর কাছে মাত্র ৪ রানে হেরে গেলো তারা ।

টসে জিতে কেকেআর লখনৌকে  ব্যাট করতে পাঠায়। লখনৌ  সুপার জায়ান্টসের ব্যাটাররা প্রথম থেকেই দাপট দেখতে শুরু করেন ।   মাক্রম (২৮ বলে ৪৭), মার্শ (৪৮বলে ৮১)এন  পূরণ (৩৬ বলে ৮৭) . সামাদ (৪ বলে ৬) ও মিলারের  (৪ বলে ৪) ব্যাটে ভর করে লখনৌ স্কোর করে ৩ উইকেটে ২৩৮ রান।

রান তাড়া করতে গিয়ে কেকেআর-এর ডি  কক  (৯ বলে ১৫), নারাইন (১৩ বলে ৩০), রাহানে (৩৫ বলে ৬১), আইয়ার  (২৯ বলে ৪৫), সিং-এর (১৫ বলে অপরাজিত ৩৮) রানের চেষ্টায় টোটাল স্কোর প্রতিপক্ষের কাছাকাছি নিয়ে যেতে পারলেও শেষ রক্ষা করতে পারে নি।২৩৪ রানেই খেলা শেষ করতে হয় শারুখের দলকে। ঘরের ম্যাথ ইডেন গার্ডেনসে আজ মাত্র ৪ রানে হেরে যায় কেকেআর।


Loading

Leave a Comment