কথা দিয়েও কথা রাখল না পাকিস্তান

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১০/০৫/২০২৫ : ফের একবার পাকিস্তানের ওপর ভরসা করে ঠকে যেতে হল ভারতকে। আসলে ভারত তো আর পাকিস্তানের ওপর নয়, ভরসা করেছিল আমেরিকার ওপর, ডোনাল্ড ট্রাম্পের ওপর। কিন্তু পাকিস্তান আমেরিকাকেও দেওয়া কথা লঙ্ঘন  করে ফেলল।

ভারতের বিদেশ সচিব  বিক্রম মিশ্রী যা ঘোষণা করেছিলেন, তাতে বোঝা যাচ্ছিল আমেরিকার মধ্যস্থতায় ভারত – পাকিস্তান দুই দেশ যুদ্ধ বিরতি শুরু করবে। আজ বিকেল ৫টা  থেকে সোমবার বেলা ১২টা  পর্যন্ত এই যুদ্ধ বিরতি চলবে। এই ব্যাপারে দুই দেশের ডিজিএমও  পর্যায়ের বৈঠকে দুই দেশই  যুদ্ধ বিরতিতেই সম্মত হয়েছে।  কিন্তু সেই ঘোষণার কিছুক্ষন পরেই পাকিস্তান যুদ্ধবিরতির কথা ভুলে গিয়ে বোমা বর্ষণ শুরু করে দিল। এক ঘণ্টার মধ্যেই শ্রীনগরে তারা অন্তত ৫০টি বোমা বিস্ফোরণ করিয়েছে। রাজস্থান এবং গুজরাট সীমান্ত দিয়েও তারা ড্রোন আক্রমণ করেছে।  ভারত অত্যন্ত সংযতভাবে এর জবাব দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী কড়া  নজরদারি চালিয়ে গিয়েছে। 

এরপরেই চীন প্রকাশ্যে ঘোষণা করে দিল যে তারা পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। আর তার  ঠিক পরেই বাংলাদেশ ঘোষণা করল তাদের দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ এরপর বাংলাদেশে আওয়ামী লীগের নেতা বা সদস্যদের জেলে পুড়তে এবং শাস্তি দিতে আর কোনো বাধা রইল না। এরপর নিশ্চয়ই ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনাকেও বাংলাদেশের হাতে প্রত্যর্পণের জন্যে চাপ দেওয়া হবে। শুধু তাই নয়, এর মধ্যেই হয়ত ফের একবার বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নও  শুরু করা হবে এবং তা হয়ত ফলাও করে প্রচার করাও হবে ।

 এই মুহূর্তে পাকিস্তান পশ্চিম দিক থেকে, চীন উত্তর দিক থেকে এবং বাংলাদেশ পূর্ব দিক থেকে হয়ত  ঘিরে ধরতে চাইবে ভারতকে।  আর এই সময়ে বিশ্বের অনেক দেশ ভারতের পাশে থাকার বার্তা প্রাথমিকভাবে দিলেও এখনো প্রকাশ্যে পাশে এসে দাঁড়ায় নি। সুতরাং বোঝাই যাচ্ছে কোনো বড় গেম প্ল্যান মাথায় নিয়েই পাকিস্তান কথা দিয়েও  যুদ্ধ বিরতি চুক্তি না মেনে ভারতকে আক্রমণের সাহস দেখাতে শুরু করেছে। পিছনে আছে শক্তিশালী কেউ। তবে ভারত কোনোভাবেই কম যায় না। ভারত অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, সামরিকভাবে এতটাই এগিয়ে রয়েছে যে এই ধরনের পরিস্থিতি অনায়াসেই সামলে নিতে পারবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল.। 


Loading

Leave a Comment