অদৃশ্য কারণে ভারত পাক সংঘর্ষ স্থগিত হয়ে গেল 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১০/০৫/২০২৫ :  আপাতত পাকিস্তানের সাথে যুদ্ধ থেমে গেল।  দুই দেশের কোনো পক্ষই আর একে অপরকে  আক্রমণ করবে না বলে ঠিক হয়েছে। 

ভারতের বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি  জানিয়ে দিলেন, ‘পাকিস্তানের মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেলের সাথে ভারতের মিলিটারি অপারেশন ডিজির বৈঠক হয়েছে। আপাতত দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে, জল, স্থল ও আকাশপথে ভারত ও পাকিস্তান কেউই আর অপরের দিকে কোনো রকম আক্রমণ চালাবে না।  দুই পক্ষই স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখবে। সুতরাং দুই দেশের মধ্যে যুদ্ধ আপাতত স্থগিত রইল। ‘

আজ দুপুর ৩:৩৫ মিনিটে পাকিস্তানের ডিজিএমও  ভারতের ডিজিএমওর সাথে বৈঠকে বসেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভারত পাকিস্তান দুই দেশ যুদ্ধ বন্ধ করবে। কেউই আর কাউকে আক্রমণের পথে যাবে না।  এই যুদ্ধ বিরতি আজ বিকেল ৫:০০টা  থেকে শুরু করা হবে।  আগামী ১২ তারিখে ফের একবার বৈঠকে বসবে দুই পক্ষ। ততক্ষন যুদ্ধবিরতি চলবে।

আজ দুই দেশের যুদ্ধ বিরতির বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সমাজমাধ্যমে জানান, ভারত ও পাকিস্তান দুই দেশ যুদ্ধ বিরতিতে  রাজি হয়েছে।  এরপর সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের সচিব জানিয়ে দেন যে দুই দেশ যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। তাই আজ বিকেল ৫টা  থেকে যুদ্ধ বিরতি বজায় রাখবে। যদিও ভারতের তরফ  থেকে জানানো হয়েছে যে যদি পাকিস্তানের দিক থেকে আক্রমণ করা হয় তাহলে ভারতও ফের আক্রমনের পথে যাবে। 

এই ঘোষণার পরেই  দেশের বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখা দিতে শুরু করেছে। বিশেষ করে কংগ্রেস এবং বামেরা ক্ষোভ দেখতে শুরু করে।  অনেকেই মন্তব্য করেন যে,  ভারত ও পাকিস্তানের যুদ্ধের বিষয়টি অত্যন্ত গোপনীয়, এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেন কি ভাবে ? কিভাবে ভারত সরকারিভাবে কিছু ঘোষণা  না করলেও ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে ঘোষণা করে দেন ?  ২৬ জন নিরীহ মানুষের চিতার উত্তাপ এখনো ঠান্ডা হয় নি।   বিএসএফ জওয়ান পি কে সাউ এখনো ঝালদার বাড়িতে ফিরে যেতে পারেন নি, তিনি পাকিস্তানে জেলে বন্দী আছেন। এতজন ভারতীয় জওয়ান প্রাণের বাজি রেখে যুদ্ধ করছেন সেই দেশের বিরুদ্ধে, যারা বছরের পর বছর জঙ্গী তৈরির কারখানা তৈরি করে রেখে দিয়েছে নিজেদের জমিতে। কিভাবে দুই তিনদিনের মাথায় ভারত পাক যুদ্ধ শেষ হয়ে যায় ? কার আঙ্গুলি হেলনে ? একি  ভারতের অসম্মান নয় ? এ কি ভারতের কূটনৈতিক পরাজয় নয় ? এই সব কিছু নিয়েই উঠছে প্রশ্ন।  ১৪০ কোটি মানুষের প্রশ্ন। 


Loading

Leave a Comment