কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

আজ খবর (বাংলা),[রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০৫/২০২৫ :  আসন্ন উপনির্বাচনের জন্যে কালীগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নদীয়া জেলার কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর এই কেন্দ্রে এবার উপ নির্বাচন করা হচ্ছে। এখানে আগামী ১৯শে  জুন তারিখে ভোট গ্রহণ করা হবে।  এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোটে প্রার্থী হচ্ছেন আলিফা  আহমেদ।  আজ তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায় কালিগঞ্জের  প্রার্থী হিসেবে আলিফার  নাম ঘোষণা করেছেন। 

ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামী জুন মাসের ২৫ তারিখে চার রাজ্যের কয়েকটি জায়গায় উপনির্বাচন করা হবে।  সেই জায়গাগুলি হল গুজরাটের কাদি ও ভিসাবার, কেরালার নীলাম্বুর, পাঞ্জাবের লুধিয়ানা এবং পশ্চিমবঙ্গের কালীগঞ্জে। কালীগঞ্জের নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর তত্বাবধানে করানোর কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


Loading

Leave a Comment