শহরের নামী স্কুলে ক্লাস রুমের মধ্যেই নাবালিকার ওপর যৌন নির্যাতন ! আতঙ্কিত অবিভাবকরা।

আজ খবর (বাংলা), [রাজ্য], শিরীষতলা, জলপাইগুড়ি, ০৬/০৭/২০২৫ : জলপাইগুড়ি শহরেরনামি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস রুমেই নাবালিকাকে যৌণ নির্যাতনেরের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ পাশে না দাঁড়ানোয় সি ডাবলু সি সহ পুলিশ সুপারের দ্বারস্থ অভিভাবক।
শনিবার জলপাইগুড়িতে করা এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ এনেছেন নির্যাতিতা নাবালিকার মা। সূত্রের খবর ইতিমধ্যেই রাজ্যে শিশু সুরক্ষা কমিশনের জলপাইগুড়ি জেলা অফিস কঠোর পদক্ষেপ নিয়েছে বিষয়টি নিয়ে।
অভিযোগ যৌণ নির্যাতনের শিকার ওই নাবালিকা ক্লাস টিচারকে বিষয়টি জানানোর পরেও উল্টে স্কুল কর্তৃপক্ষ নানান ভাবে ভয় দেখিয়ে বিষয়টিকে চাপা দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেই কারণেই আতঙ্কিত ছাত্রীর অভিবাবক সংবাদ মাধ্যমের কাছে ছুটে আসেন শনিবার।
এরপরেই সি ডাবলু সি দফতর থেকেও অভিভাবককে ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই শহরের শিরীষ তলার হোলি চাইল্ড নামক এই নামি স্কুলের ক্লাস রুমের মধ্যেই যৌণ নির্যাতনের শিকার হবার ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলা এবং রাজ্যে জুড়ে।
জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার জানান , “অভিযোগ দায়ের করা হয়েছে,উপযুক্ত তদন্ত শুরু করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। “