ইজরায়েলি হানায় ইরানে মৃত ২২৪, আহত ১২৫৭

এই যুদ্ধ কি তেলের জন্যে যুদ্ধ নয় ? এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে বিশাল প্রভাব পড়তে পারে। 

আজ খবর (বাংলা) , [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত,  ১৭/০৬/২০২৫ :  ভারতে  অবস্থিত ইরানি  দূতাবাস থেকে আজ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে,  যেখানে বলা হয়েছে ইজরায়েলি হানায় ইরানে কতজন মারা গিয়েছে। 

এই মুহূর্তে ইজরায়েল ও  ইরাণের যুদ্ধ চরমে উঠেছে বলে জানা যাচ্ছে।  শোনা যাচ্ছে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভূমিকা গ্রহণ করতে শুরু করেছে। এই মুহূর্তে একটি সূত্র জানাচ্ছে  ইরানের আকাশের দখল নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নেতা খোমেইনিকে নিঃশর্ত আত্মসমর্পন করতে বলা হয়েছে। তবে খোমেইনী কোনো বাঙ্কারে আশ্রয় নিয়েছে বলে মনে করা হচ্ছে।  ইতিমধ্যেই ইরানের সেনাবাহিনীর শীর্ষ কর্তা  ও আধিকারিকদের মৃত্যু হয়েছে।  ইরানের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্র আরও যুদ্ধ বিমান পাঠাতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। 

এদিকে ইজরায়েলি হানায় ইরানে কতজন মানুষের মৃত্যু হয়েছে তা নিয়ে একটি বিবৃতি দিয়েছে ইরান। এই বিবৃতি প্রকাশ করেছে ভারতে থাকা ইরানি দূতাবাস। এই বিবৃতিতে বলা হয়েছে ইজরায়েলের হানায় ইরানে মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আরও ১২৫৭ জন আহত হয়েছেন। মৃতদের মাধ্য মহিলা ও শিশুরাও রয়েছে। 

ঐ  বিবৃতিতে বলা হয়েছে, “যেভাবে ইজরায়েলি সেনা ইরানের সাধারণ মানুষের ওপর ঘৃণ্য আক্রমন চালিয়েছে, তা বিশ্বের সব দেশের সবরকম নীতি ও আদর্শকে জলাঞ্জলি দিয়েছে।  সাধারণ মানুষকে টার্গেট করে মারা হয়েছে। যার ফলে মহিলা ও শিশুদের মৃত্যু হয়েছে বেশি। ইজরায়েল সবরকম আন্তর্জাতিক নীতিবোধ এবং নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই নির্মম আক্রমন চালিয়েছে।”


Loading

Leave a Comment