দুনিয়ার চাপে ভারতের সাথে যৌথভাবে পহেলগাঁও কান্ডের  তদন্ত করতে চায় পাকিস্তান 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইসলামাবাদ, পাকিস্তান, ২৬/০৪/২০২৫ :  চাপের মুখে নিজেদের অবস্থান বদলালো পাকিস্তান।  ভারতের সাথে যৌথভাবে পহেলগাঁও হত্যাকাণ্ডের তদন্ত করতে চায় পাকিস্তান।  বিশ্বের বহু দেশের চাপেই সম্ভবত এই সিদ্ধান্ত নিতে হচ্ছে পাকিস্তানকে, যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া ভারত জানায় নি এখনও  পর্যন্ত। 

পহেলগাঁওতে যে ২৬ পারজাতককে নির্মমভাবে লস্কর ই তৈবার  জঙ্গীরা হত্যা করেছে, ভারতের সঙ্গে যৌথভাবে তার তদন্ত করতে চায় পাকিস্তান, আজ এই কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ  শরীফ। খাইবার পাখতুনখোয়ায় একটি প্যারেড দেখতে দেখতে শাহবাজ  শরীফ বলেন, “একটি দায়িত্বশীল দেশ হিসেবে পাকিস্তান পহেলগাঁও এর ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও পরিষ্কারভাবে তদন্ত করে দেখতে চায়. পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা দেশগুলির মধ্যে  একেবারে সামনের লাইনে দাঁড়িয়ে থাকা একটি দেশ.”

শাহবাজ শরীফ এদিন বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পাকিস্তান আজ পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।  অন্তত ৯০ হাজার মানুষ মারা গিয়েছেন। অন্তত  ৬০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে পাকিস্তানের। ”  পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কথা বললেও মাত্র এক দিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ স্বীকার করে নিয়েছেন, “গত কয়েক দশক ধরে আমেরিকা পাকিস্তানকে জঘন্য জঙ্গী কার্যকলাপ করতে বাধ্য করেছিল।” 


Loading

Leave a Comment