দালাল সহ গ্রেপ্তার বাংলাদেশী অনুপ্রবেশকারী

বাংলাদেশ সীমান্তে বেড়েছে নজরদারি, প্রায়ই ধরা পরে যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা 

আজ খবর (বাংলা), [রাজ্য] ধানতলা নদিয়া, ০২/০৭/২০২৫ : আবারো পুলিশের জালে গ্রেফতার এক ভারতীয় দালাল সহ এক মহিলা অনুপ্রবেশকারী।

এবার এক ভারতীয় দালালের সাথে গ্রেফতার এক মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত এক বছর আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ কোর ভারতীয় নথিপত্র তৈরি করে মুম্বাইয়ে চলে যায় কর্মসূত্রে। এরপর আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে দালাল সহ ওই মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার হয় নদীয়ার ধানতলা থানার পুলিশের হাতে। 

জানা যায় বাংলাদেশী ওই নাগরিকের নাম আনিসা খাতুন, বয়স ২৯ বছর। তার  বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলাতে। অন্যদিকে গ্রেপ্তার হওয়া ভারতীয় দালালের নাম হাবিবুর বিশ্বাস। বুধবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। 

পুলিশের তরফে জানানো হয়, ধানতলা থানার অন্তর্গত ওই দালালের সহযোগিতায় মহিলা বাংলাদেশী ভারতীয় নথিপত্র তৈরি করে ভারতের রাজ্য অর্থাৎ মুম্বাইয়ে গিয়েছিল কর্মসূত্রে, বুধবার রাতে আবারো দালালের সহযোগিতায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দু’জনকেই একই সাথে গ্রেফতার করে। স্বভাবতই এখনো পর্যন্ত পুলিশের জালে গ্রেফতার হয়েছে প্রায় ৫০০ এরও বেশি বাংলাদেশী অনুপ্রবেশকারী। 

পাশাপাশি দালাল চক্রের সাথে যুক্ত থাকা ব্যক্তিদেরকেও রেয়াত করা হয়নি। আগামী দিনও অনুপ্রবেশকারীর বিরুদ্ধে লাগাতার চলতে থাকবে পুলিশের এই অভিযান। তবে যত দিন যাচ্ছে ততই বাংলাদেশী অনুপ্রবেশকারীর  সংখ্যা বৃদ্ধি হওয়ায় রীতিমতো চিন্তিত জেলা পুলিশ প্রশাসন।


Loading

Leave a Comment