দাবানলে বিপর্যস্ত উত্তরবঙ্গের অরণ্য 

আজ খবর (বাংলা) [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং,  ০৪/৪/২০২৫ :  উত্তরবঙ্গের অর্রান্যগুলিতে প্রায়ই আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটছে। সেই আগুন ছড়িয়ে পড়ছে অরণ্যের বিভিন্ন দিকে। দাবানলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে  বন সম্পদ। 

বসন্তকাল আসতে না আসতেই শুকনো হাওয়ায় দাবানলের ঘটনা ঘটছে উত্তরবঙ্গের বিভিন্ন অরণ্যে। কিছুদিন আগেই মংপুর কাছেই অরণ্যের বিস্তীর্ন অঞ্চলে আগুন লেগে গিয়েছিল। ডুয়ার্সের জঙ্গলগুলিতেও প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটছে। গত পরশু দিন চালসার কাছে অরণ্যে আগুন লেগে গিয়েছিল। আগুন জ্বলতে দেখা গিয়েছিল চাপড়ামারি অরণ্যেও।  গতকাল দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছিল গরুমারা অভয়ারণ্যে।

 আজ বৈকুণ্ঠপুর জঙ্গলে বিধ্বংসী আগুন জ্বলতে দেখা গেলো। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন । শুক্রবার ডাবগ্রাম রেঞ্জের অধিনস্থ সাহুডাঙ্গি সংলগ্ন তিস্ত্যা ক্যানেলের পাশের বৈকুণ্ঠপুর জঙ্গলের বরুয়াপাড়া এলাকায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা ও ফুলবাড়ির দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়

দাবানলের ফলে অরণ্যে বহু গাছ পুড়ে নষ্ট হচ্ছে, সেইসব গাছগুলির মধ্যে থাকে বেশ কিছু দুষ্প্রাপ্য গাছও।  এর ফলে নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর পরিমানে বনজ সম্পদ। আগুনে পুড়ে মারা যাচ্ছে বনে থাকা প্রচুর পশু পাখিম সরীসৃপ ও কীটপতঙ্গ। এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে পড়তে পারে। কিছু সমাজকর্মীর বক্তব্য আগাছা এবং বড় ঘাস পুড়িয়ে ফেলতে বনকর্মীরাই নাকি আগুন লাগানোর কাজটাকরছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বন দপ্তর। 


Loading

Leave a Comment