চারধাম যাত্রায় ফের বিপত্তি, দুর্ঘটনায় যাত্রীবাহী বাস পড়ল অলকানন্দা নদীতে 

গত কয়েকদিন ধরেই ছোটবড় দুর্ঘটনা ঘটে চলেছিল রুদ্রপ্রয়াগের বিভিন্ন জায়গায়। প্রকৃতি সত্যিই যেন রুদ্ররূপ ধারণ করেছে। কখনো বোল্ডার ধ্বসেপড়ছে,কখনো হেলিকপ্টার দুর্ঘটনা। আজ ঘটে গেল বাস দুর্ঘটনা।

আজ খবর (বাংলা), [দেশ], রুদ্রপ্রয়াগ,উত্তরাখন্ড, ২৬/০৬/২০২৫ :  ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে। বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।  এই ঘটনায় কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে,বাকিরা নিখোঁজ। তবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও  পর্যন্ত।

চারধাম যাত্রা করেছিলেন একদল পুণ্যার্থী। তাঁরা কেদারনাথ দর্শন করে রুদ্রপ্রয়াগ থেকে রাতের বেলায় বাসে করে বদ্রীনাথের দিকে যাচ্ছিলেন।  প্রত্যক্ষদর্শীদের মতে, সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে সেই বাসটিতে। এই ঘটনা ঘটেছে স্টেট্ ব্যাঙ্ক  টাৰ্নিংএ।  ধাক্কা লাগতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের ৩০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে।  নিচ দিয়ে সগর্জনে বয়ে যাচ্ছিল অলকানন্দা নদী।  বাসটি নদীতে গিয়ে পড়ে।  অলকনন্দা নদীতে এই মুহূর্তেপ্রচুর জল. 

ভোর হওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় এসডিআরএফ  এবং পুলিশ।  দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়।  বাসটিতে মোট ২০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তার মধ্যে ৮ জনকে উদাহর করা গিয়েছে। হেলিকপ্টারে এয়ার  লিফ্ট করে তাঁদেরকে ঋষিকেশের এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। অভিশপ্ত ঐ  বাসের বাকি যাত্রীদের কোনো খোঁজ নেই। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। উদ্ধারকাজে নৌকা, বাইনোকুলার ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। 


Loading

Leave a Comment