কলকাতা বিমানবন্দর দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর, এখানে নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলে মনে করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৬/২০২৫ : কলকাতা বিমানবন্দরের সীমানা অবিলম্বে সিল করে দেওয়ার আহবান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন, “কলকাতা বিমানবন্দর নিরাপত্তার ঝুঁকি নিয়ে চলছে। এখানে বিমানবন্দরের চত্বরেই মাটিতে বসে পড়ে প্রার্থনা করা হয়। বাইরের লোক বিমানবন্দর চত্বরে ঘোরাফেরা করে। এইসব লোকেদের চীন ও বাংলাদেশের সাথে যোগাযোগ রয়েছে। এইসব লোকগুলো যখন তখন বিমানবন্দর চত্বরে ঘোরাফেরা করে। এখনও পর্যন্ত এই বিমানবন্দরের সীমানা সম্পূর্ণ সিল করা হয় নি।” সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেন, “ইতিমধ্যে কেন্দ্র সরকারের অনুদানে কলকাতা বিমানবন্দরে আরও দুটি রানওয়ে তৈরি করা হয়েছে। এই রান ওয়েগুলির কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তা সত্বেও দুটি রানওয়ের একটি চালু করা গেলেও অপরটি করা যায় নি। কেন ? কেননা ওই রানওয়ের অন্তর্গত রয়েছে একটি মসজিদ। এটা চলতে দেওয়া যায় না।”
শুভেন্দু অধিকারী এদিন বলেন, “দেশের প্রত্যেকটি রাজ্য যোগ দিবস পালন করলেও পশ্চিমবঙ্গ ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে এড়িয়ে গিয়েছে। দেশের বিজেপি ও অবিজেপি শাসিত সব রাজ্যই যোগ দিবস পালন করেছে। শরীরকে সুস্থ রাখতে প্রত্যেকেরই উচিত যোগা করা।”