আমাকে আসতে দেখে পালিয়ে গিয়েছে সেনা কর্মীরা : মমতা

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,০১/০৯/২০২৫ : কলকাতার ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ ভেঙে দিলো সেনাবাহিনী। ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার ধর্মতলায় গান্ধীমূর্তির পাশে ধর্নামঞ্চ বেঁধেছিল তৃণমূল কংগ্রেস। সেই ধর্নামঞ্চ থেকে প্রতি শুনিবার ও রবিবার রাজনৈতিক কর্মসূছী পালন করা হত। আজ দুই ক্যাপ্টেনের নেতৃত্বে সেনাবাহিনীর জওয়ানরা এসে তৃণমূলের সেই ধর্নামঞ্চের মণ্ডপ খুলে দেয়। সূত্র মারফত জানা গিয়েছে, অনুমতির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার ফলেই সেনাবাহিনী ঐ মণ্ডপ খুলে দিয়েছে। গতকালই সেখানে মন্ডপ রাখার শেষ দিন ছিল। আজ থেকে আর কোনো অনুমতি ছিল না। অথচ আজ সেই মন্ডপ খোলা হয় নি দেখে সেটি খুলে দিয়ে যায় সেনাবাহিনী।
মন্ডপ খুলে দেওয়ার কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গোটা ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ঘটনায় সেনাবাহিনীর কোনো দোষ নেই। এর পিছনে আছে বিজেপি। সেনাবাহিনীকে ব্যবহার করেছে বিজেপিই। তবে আমাকে আসতে দেখে সেনাবাহিনীর লোকজন পালিয়ে গিয়েছে।”