ডিনারের টেবিলেই পোস্ট মর্টেম হবে এস আই আর থেকে অপারেশন সিঁদুর

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত,০৩/০৮৯/২০২৫ : আগামী ৭ তারিখে বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যদেরকে নৈশভোজের আমন্ত্রণ জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকালই তিনি বলেছিলেন ৭০ থেকে ৮০টি আসনে ভোটে কারচুপি হতে পারে। আর তারপরেই নৈশভোজে বিরোধী জোট সদস্যদের আমন্ত্রণ জানিয়ে বৈঠক করার কথা জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।বিরোধী জঁপতের এই বৈঠক রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আগামী ৭ যাত্রীকে দিল্লীতে রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী জোটের সকল সদস্যদের। সেদিন একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা বলা হয়েছে। যে বৈঠকে হয়ত বা সাম্প্রতিক কিছু ঘটনাবলী নিয়ে চুলচেরা আলোচনা করা হতে পারে। সেই বৈঠকে বিহারের এস এই আর, নতুন ভোটার খসড়া তালিকা, মহারাষ্ট্রে ভোটার তালিকায় কারচুপি, অপারেশন সিঁদুর, অপারেশন মহাদেব, জম্মু ও কাশ্মীর, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি, ডোনাল্ড ট্রাম্পের হুমকি এমনকি পশ্চিমবঙ্গের রোহিঙ্গা নিয়েও আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বাদল অধিবেশনের পর এটাই হবে বিরোধী ইন্ডিয়া জোটের দ্বিতীয় বৈঠক। এর আগে ১৯শে জুলাই একটি ভার্চুয়াল বৈঠক করা হয়েছিল যেখানে বিরোধী ১৯টি দল অংশগ্রহণ করেছিল। সেই বৈঠকে ছিলেন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, বিহারের তেজস্বী যাদব, মহারাষ্ট্রের শারদ পাওয়ার, উদ্ভব ঠাকরে ও জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লা। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্ক অনেকটাই জটিল হয়ে যাচ্ছে। সংসদে আগামী দিনে শাসক দলের সাথে লড়াই ঠিক কোন পথে হবে সেই কৌশল ঠিক করতেই এই নৈশভোজ সহ বৈঠকের আয়োজপন বলে মনে করা হচ্ছে।
![]()